php glass

পাবনায় নজরুল সম্মেলন ও বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নজরুল সম্মেলন ও বইমেলার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

walton

পাবনা: পাবনায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন ও আট দিনব্যাপী জেলা বইমেলা শুরু হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের পৌর সভার টাউনহল স্বাধীনতা চত্বরের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজের অনুষ্ঠান প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নজরুল ভক্তবৃন্দ, শিক্ষার্থী, সাংষ্কৃতিকর্মী, নজরুল পরিষদের সদস্য ও সম্মানিত অতিথিরা অংশ নেন। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নজরুল ইনস্টিটিউট ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নজরুল সম্মেলন ও বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ন কবির মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম প্রমুখ।

বইমেলায় নজরুল সঙ্গীত প্রশিক্ষণ, নজরুলের জীবনভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, গ্রন্থমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কবি কন্ঠে কবিতা আবৃত্তি ইত্যাদির আয়োজন রয়েছে।

বইমেলায় বাংলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, কবি নজরুল একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, বিশ্বসাহিত্য কেন্দ্রের স্টলসহ বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন: পাবনা
বন্যায় ব্যাহত হবিগঞ্জের শিক্ষা কার্যক্রম
নালিতাবাড়ীতে ভোগাই নদীর বাঁধ ভেঙে সাত গ্রাম প্লাবিত
পঞ্চগড়ে টানা বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল, জনজীবনে দুর্ভোগ
কখন আসবে খাবারের ট্রলার!
না’গঞ্জে ১৪ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত


চাঁদে অবতরণের ৫০ বছর পূর্তিতে সভা ও পর্যবেক্ষণ ক্যাম্প
মৌলভীবাজারে উদ্ধার বিপন্ন ‘সন্ধি কাছিম’
বালিশকাণ্ড: ৩৬ কোটি ৪০ লাখ টাকার অনিয়মের তথ্য
বিয়ের ৭ দিনের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার, ভগ্নিপতি আটক
‘ছুরি নিয়ে আসামি কীভাবে এজলাসে ঢোকে?’