php glass

ফিনিক্স হেলথ এক্সপো শুরু ২১ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলন, ছবি: শাকিল আহমেদ

walton

ঢাকা:  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ অক্টোবর (বুধবার) থেকে দু’দিনব্যাপী ফিনিক্স হেলথ এক্সপো-২০১৯ শুরু হবে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের প্রফেসর ড. চৌধুরী মেশতাক আহমেদ, বাংলাদেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা চৌধুরী এবং ওভাল গ্রুপের সিইও আরিফুল চৌধুরী। ওভাল গ্রুপ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ডা. অসিত বরণ অধিকারী বলেন, দু’দিনব্যাপী এ মেলায় জনসাধারণের জন্য থাকবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। বিশেষ করে চোখের ছানি অপারেশন, সাধারণ স্বাস্থ্য সেবা, ইসিজি, ব্লাড গ্রুপ টেস্ট ও ডায়াবেটিস টেস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। এছাড়া ইন্টার্ন চিকিৎসদের জন্য থাকবে বাংলাদেশের বিভিন্ন জাতীয় হাসপাতালের সিনিয়র প্রফেসরদের নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর ফ্রি সেমিনার।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা অবদান রাখা বিশিষ্ট চিকিৎসক ও উদ্ভাবকদের জন্য থাকছে বিশেষ সম্মাননা পুরস্কার।

মেলায় প্রবেশের জন্য ফ্রি টিকিটের সঙ্গে র‌্যাফেল-ড্র কুপনের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসএমএকে/এএটি

বিসিসি’র তিন কর্মকর্তাকে বরখাস্ত
‘প্রতিকূল ব্যবসায়িক পরিবেশেও’ প্রবৃদ্ধি অর্জন গ্রামীণফোনের
বরিশাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি 
শিবগঞ্জে দেড় মণ ইলিশ জব্দ
৩০০ কোটি রুপি ছাড়ালো ‘ওয়ার’, আসছে সিকুয়েল


বিএনপির এমপি হারুনের পাঁচ বছর কারাদণ্ড
সম্রা‌টের সহ‌যোগী আরমান ফের রিমা‌ন্ডে
সরকারি কর্মচারী গ্রেফতার অনুমোদনের বিধান নিয়ে রুল
সংবাদ সম্মেলন করে ধর্মঘটে যেতে পারেন ক্রিকেটাররা?
হেলথ এক্সপোতে ফ্রি চক্ষু পরীক্ষা করছে বসুন্ধরা আই হসপিটাল