php glass

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় শেবা‌চিমে ভ‌র্তি ৮৪, একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

walton

ব‌রিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে দিন দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা বেড়েই চলছে। 

আর ভর্তি হওয়া রোগীর মধ্যে অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশালে এসেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

শুক্রবার (৯ আগস্ট) হাসপাতালটিতে ২৭৫ জন ডেঙ্গু রোগী চি‌কিৎসাধীন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এ সংখ্যা ছিল ২৫৭ জন ও বুধবার (৭ আগস্ট) ছিল ২৩৬ জন। 

হাসপাতালের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন ৮৪ জন। ডেঙ্গুজ্বরের প্রভাব শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগের দিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা ছিল ৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া মোট ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও শিশু ১১ জন রয়েছে।  

এদিকে, চি‌কিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাতে এ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ম‌জিবর রহমানের বাড়ি বরগুনা সদরের চর কলোনী এলাকায়।

অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন রোগী। যার মধ্যে ৫১ জন পুরুষ, ১২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

গত ১৬ জুলাই থেকে ৯ আগস্ট সকাল পর্যন্ত ব‌রিশাল মে‌ডিক্যালে ৬০৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভ‌র্তি হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২৯ জন এবং দু’জনের মৃত্যু হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: বরিশাল ডেঙ্গু
ksrm
লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের এবার এমসিকিউ দিতে হবে না
বগুড়ায় ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান
নাজনীনের ঘাতক স্বামী রবিউলের ফাঁসির দাবিতে মানববন্ধন
ঢাকা কমার্স কলেজে কোচিংয়ে বছরে ১২ কোটি টাকার দুর্নীতি!
লালমনিরহাটে বজ্রপাতে ৫ শ্রমিক আহত


সিলেট সীমান্তে ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ
চিরকুট লিখে পালিয়ে যাওয়া স্কুলছাত্র চট্টগ্রামে উদ্ধার
না’গঞ্জে ইয়াবাসহ মাদককারবারি মুন্না গ্রেফতার
দুই বছরে ৪২০ রোহিঙ্গা পাচার
বার্সায় ফেরার সর্বোচ্চ চেষ্টা করেছি, পিএসজি যেতে দেয়নি