php glass

বাজারে নতুন অ্যালবাম

অস্থির বিড়ালও শান্ত হবে সংগীতে

মনোকথা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: ইন্টারনেট

walton

দৈনন্দিন জীবনে মানুষের মতো প্রতিটি প্রাণীর‌ আচরণেই রয়েছে মনের প্রভাব। আমাদের অনেকের বাড়িতেই পোষা বিড়াল রয়েছে। লক্ষ্য করে দেখবেন, বিড়াল অনেক সময় অস্থির আচরণ করে। শান্ত থাকতে চায় না।

ঢাকা: দৈনন্দিন জীবনে মানুষের মতো প্রতিটি প্রাণীর‌ আচরণেই রয়েছে মনের প্রভাব। আমাদের অনেকের বাড়িতেই পোষা বিড়াল রয়েছে। লক্ষ্য করে দেখবেন, বিড়াল অনেক সময় অস্থির আচরণ করে। শান্ত থাকতে চায় না।

এর জন্য এসেছে সম্পূর্ণ নতুন এক সমাধান। সংগীত!

বৃহৎ পরিসরে প্রথমবারের মতো বাজারের এলো বিড়ালের জন্য অ্যালবাম ‘মিউজিক ফর ক্যাটস’।
ইউনিভার্সাল মিউজিক পরিবেশিত অ্যালবামটি কম্পোজ করেছেন ডেভিড টিই।

তিনি বলেন, গান শুনে মানুষ যেমন উপকৃত হয়, একইভাবে বিড়ালও যেনো উপকৃত হতে পারে- সে ভাবনা থেকে অ্যালবামের কাজ শুরু করা।আমি দেখলাম, গান শুনলে মানুষের মনের অস্থিরতা দূর হয়ে যায়। বিড়ালের কেন হবে না! যোগ করেন তিনি।
টিই আরও বলেন, এই কাজটি করতে আমার প্রচুর গবেষণা করতে হয়েছে। প্রতিটি প্রাণীরই নিজস্ব কিছু জৈবিক বৈশিষ্ট্য রয়েছে। সংগীতের পছন্দ তৈরি হয়, জন্মের পর থেকে ওই প্রাণী কী ধরনের শব্দ শুনছে- তা থেকে।

বিড়ালের জন্য যে গানগুলো সৃষ্টি করা হয়েছে, তাতে ৭৭ শতাংশ ইতিবাচক প্রভাব পড়বে। অ্যালবামটিতে মোট পাঁচটি ট্র্যাক রয়েছে। যেগুলোর শব্দ তরঙ্গ বিড়ালের শোনার উপযোগী করে তৈরি করা হয়েছে।

টিই জানান, আগামী মাসে অ্যালবামটি মুক্তি পাবে। এরপর তার কাজ হবে কুকুরের জন্য মিউজিক তৈরি করা। পাশাপাশি ঘোড়ার জন্য হেডফোন তৈরি করা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এটি

কারো পিঠের চামড়া থাকবে না: ডিএমপি কমিশনার 
প্রসিকিউশন টিমে দুই আইনজীবী দিয়েছেন ফাহাদের বাবা
নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা
দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
বিএনপি নেতাদের বাড়ি ঘেরাও হচ্ছে না কেন: গয়েশ্বর


গোলাপি বলের টেস্ট ম্যাচের কিছু খুটিনাটি
বায়ার্ন মিউনিখে যাচ্ছেন পচেত্তিনো
সড়ক আইনে বাস্তবায়নে সময় বাড়ানো-জরিমানা কমানোর দাবি
‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের সফলতা নেই’
ক্যাবল অপারেটররা বড় সিন্ডিকেট: তথ্যমন্ত্রী