php glass

জিটিভিতে বাংলাদেশ-ভারত সিরিজ, থাকছেন জাহারা মিতু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহারা মিতু

walton

এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ দুটি রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায়। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

শুধু তাই নয়, প্রথবারের মতো দু’দল খেলবে দিবারাত্রির টেস্ট ম্যাচ। কলকাতায় অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচটিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৩ নভেম্বর) প্রায় এক মাসের এই সফরটি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।

এই আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। 

এই সিরিজ চলাকালীন চ্যানেলটি প্রচার করবে চারটি অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে প্রচার হবে দারাজ নিবেদিত ‘ক্রিকেট ম্যানিয়া’ । ম্যাচের মধ্যবিরতিতে বাংলালিংক ‘মিড উইকেট’। ম্যাচ শেষে গিয়ার নিবেদিত ‘ক্রিকেট এক্সট্রা’ এবং গাজী গ্রুপ নিবেদিত ‘ক্রিকেট হাইলাইটস’। এই অনুষ্ঠানগুলো উপস্থাপনা করবেন- আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা, জাহারা মিতু এবং নীল হুরেরজাহান। 

জিটিভির স্পোর্টস টিমের প্রযোজনায় সম্প্রচারিত হবে ক্রিকেটের এ অনুষ্ঠানগুলো।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
ওএফবি  
 

ক্লিক করুন, আরো পড়ুন: বিনোদন
সৌদিতে নারীশ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
পেনিনসুলায় রাজকীয় বুফে ডিনার, মোগল ফুড ফেস্টিভ্যাল
স্ক্রিনে ত্বকের ক্ষতি!
সন্তান জন্মদান পর্যন্ত জানতেন না তিনি অন্তঃসত্ত্বা!
মেহেরপুরে পেঁয়াজের ঝাঁজ ২৬০ টাকা


‘ব্যর্থ’ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ ন্যাপ
কুইক রেন্টাল বিদ্যুৎ শেখ হাসিনার সাহসী উদ্যোগ: ড. সেন
একযুগেও নির্মাণ শেষ হয়নি টেকসই বেড়িবাঁধ
হুয়াওয়ের ৮৮০ ডলারের ফোনে নেই ফেসবুক!
আগরওয়ালের ডাবল সেঞ্চুরি, অস্বস্তিতে বাংলাদেশ