php glass

স্কারলেট জোহানসনকে ধিক্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিলান ফারো ও স্কারলেট জোহানসন

walton

হলিউডের অভিনেতা ও পরিচালক উডি অ্যালেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নতুন কিছু নয়। যদিও তিনি সবসময়ই এই অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতেও নির্দোষ থেকেছেন। কিন্তু অভিযোগ পিছু ছাড়েনি তার। এমন পরিস্থিতিতে তাকে সমর্থন জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী স্কারলেট জোহানসন। 

১৯৯২ সালে ডিলান ফারো যখন শিশু, তখনই তার পালক পিতা উডি অ্যালেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে তিনি তার অভিযোগ পুনরাবৃত্তি করেন। এরপর #মিটু আন্দোলনে নতুন সাড়া পড়ে যায়। অনেক নারীই নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা এই আন্দোলনের মাধ্যমে প্রকাশ করেন। 

অভিনেত্রী স্কারলেট জোহানসন উডি অ্যালেনের সঙ্গে ‘ম্যাচ পয়েন্ট’, ‘স্কুপ’ ও ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ সিনেমায় কাজ করেছেন। হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারলেট ৮৩ বছর বয়সী এই সিনেমানির্মাতাকে সমর্থন জানান। উডির সঙ্গে আবারও কাজ করতে তিনি প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন তিনি। বিতর্কের শুরু এখানেই। তার এই মন্তব্যের কারণে তাকে ধিক্কার জানিয়েছেন ডিলান ফারো।

স্কারলেটের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ডিলান ফারো টুইটারে লিখেছেন, ‘গত দুই বছরের অভিজ্ঞতা থেকে আমরা যদি কিছু শিখে থাকি তা হলো, আপনার পক্ষে অবশ্যই পুরুষ শিকারীদের বিশ্বাস করা উচিত, যাদের নির্দোষতা সকল প্রশ্নের উর্ধ্বে।’

‘ব্যাপারটাকে বুঝতে স্কারলেটকে আরও বহুদূর যেতে হবে,’ যোগ করেন তিনি। 

স্কারলেট সেই আলোচিত সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি তাকে বিশ্বাস করি। আমি তার সঙ্গে যেকোন সময়েই কাজ করব। তার সঙ্গে আমার খুবই পরিচ্ছন্ন সম্পর্ক। তিনি তার নিষ্কলুষতা বজায় রেখেছেন। আর আমি তাকে বিশ্বাসও করি।’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন: হলিউড
ksrm
ডিজিটাল সেবা চালু করছে কোটস
দীপন হত্যা: অভিযোগ গঠন শুনানি ফের পেছালো
বিকাশের সহায়তায় বগুড়ার ৪ স্কুলে বই পড়া কর্মসূচি চালু 
বন্দরকেন্দ্রিক যানজট, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ
রোহিঙ্গাদের ফেরাতে নিউজিল্যান্ডকে সহযোগিতার আহ্বান 


১৫ লাখ টাকার নকল তার জব্দ, ৪ জনের কারাদণ্ড
বিমানে যাত্রীদের আস্থা ফেরাতে সততার সঙ্গে কাজের নির্দেশ
সিনিয়র সচিব পাওয়াটা ইসির বড় অর্জন: সিইসি
গৌরনদীতে বিদেশি মদসহ আটক ২
৩০ বছরের শিকলবন্দি জীবন থেকে মুক্তি পেলেন রতন