php glass

আনুশকার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন প্রভাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বাহুবলী’র দৃশ্যে প্রভাস ও আনুশকা

walton

‘বাহুবলী’ সিনেমার পর রাতারাতি সুপারস্টার বনে যান ভারতের দক্ষিণী তারকা প্রভাস। তার সহঅভিনেত্রী আনুশকার সঙ্গে তখন থেকেই তার প্রেমের গুঞ্জন রটেছিল। ইদানিং সেই গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ‘রেবেল’খ্যাত প্রভাস। 

প্রভাস এখন ‘সাহো’ সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত। এরইমধ্যে তাকে জিজ্ঞাসা করা হয় আনুশকা শেঠির সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে কিনা। উত্তরে প্রভাস সব ধোঁয়াশা পরিস্কার করে বলেন, ‘আমি জানি না এসব খবর কীভাবে আসে। আমার মনে হয়, মানুষ চায় আমি কারও সঙ্গে সম্বন্ধ করি, অথবা অন্তত এতটুকু বলি যে, এই মেয়েটিকে আমি পছন্দ করি। অন্যথায় তারা আমাকে কারও সঙ্গে যুক্ত করে দেবেন।’

‘আমি পরিচালক রাজামৌলি এবং ‘বাহুবলী’ সিনেমার পরিবারের সংস্পর্শেই থাকি। এই সিনেমার আগে থেকেই আমি আনুশকাকে চিনি। তাই হ্যাঁ, আমি তার সংস্পর্শেও থাকি। মজার বিষয় হলো, এসব গুঞ্জন নিয়ে আমরা বেশ হাসাহাসি করি।’

দেখুন, আনুশকা ও আমার মধ্যে কোন বিশেষ সম্পর্ক যদি থাকত, তাহলে এই দু’বছরের মধ্যে আপনারা আমাদের একসঙ্গে আগেই দেখতে পেতেন। কিন্তু আমাদের কোথাও একসঙ্গে দেখা যায়নি। তাই এটা স্পষ্টত গুঞ্জন মাত্র, তাই না? দুই বছর ধরে আমরা নিশ্চয়ই ঘরের মধ্যে লুকিয়ে থাকতে পারি না। আমরা অভিনেতা, বাইরে বের হলেই মানুষ খুব সহজেই আমাদের চিনে ফেলে। এটা স্রেফ গুঞ্জন। যদি মানুষ আমাদের বিশ্বাস করতে না চায়, তাহলে আমার কিছু করার নেই।’

প্রভাসের পরবর্তী সিনেমা অ্যাকশন থ্রিলার ‘সাহো’। সিনেমাটি মুক্তি পাবে ৩০ আগস্ট। এখানে তিনি জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমকেআর

ksrm
যুবলীগ নেতা খালেদ ডিবি হেফাজতে
জাহাজ নির্মাণশিল্পে নবদিগন্ত তুলে ধরেছে বসুন্ধরা গ্রুপ
শামসুজ্জামান দুদুর বক্তব্য ষড়যন্ত্রমূলক: মহিলা লীগ
ছাত্রলীগের পর যুবলীগ ধরেছি, একে একে সব ধরবো
‘বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও সময়োপযোগী-গাঢ় করতে হবে’


খুলনায় প্রথমবারের মতো দারাজ ‘সেলার সামিট’
চট্টগ্রাম বহু আগে থেকেই শিল্প-সাহিত্যের তীর্থ: অনুপম সেন
যা ছিল খালেদের টর্চার সেলে
শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলার আবদেন, আ‌দেশ রোববার
প্রতিদিন কমেছে ডেঙ্গুরোগী ভর্তি