php glass

নিশো-নাদিয়ার ‘নানান রঙের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘নানান রঙের গল্প’র একটি দৃশ্যে আফরান নিশো ও সালহা খানম নাদিয়া

walton

ফুলপ্রেমী মেয়ে সিফাত। তার হলুদ গোলাপ অনেক পছন্দ। তাই ভালোবাসার মানুষের জন্য অনেক কষ্ট করে হলুদ গোলাপ গাছ খুঁজে বের করেন রবিন। গাছটি কিনে এনে বাসার বারান্দায় রাখেন তিনি।

গাছে ফুল ফুটলেই সিফাতকে দিয়ে আসেন রবিন। এতে করে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। সবকিছুই ভালো যাচ্ছিল তাদের। 

কিন্তু সেই ভালো লাগা বেশী দিন স্থায়ী হয় না। একটা সময় দু’জনের সম্পর্ক ভেঙে যায়। যার কারণে হতাশ হয়ে পড়েন রবিন। তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন, কারও সঙ্গে দেখাও করেন না। সারাদিন একা পড়ে থাকেন। সবকিছু এলোমেলো হয় যায় তার। এরপর যা ঘটবে তা দেখা যাবে একক নাটক ‘নানান রঙের গল্প’তে।

মিজানুর রহমান আরিয়ানের রচনায় ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও সালহা খানম নাদিয়া। আরও রয়েছেন মেহজাবিন।

শুক্রবার (১২ জুলাই) রাত ৯টায় ‘নানান রঙের গল্প’ এসএটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন: সিনেমা
মাছ উৎপাদনে সারাদেশে ষষ্ঠ ‘রাজশাহী’
সঠিকভাবে গড়ে উঠেনি চট্টগ্রাম, বিকল্প সড়কও হয়নি
ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে
ইঁদুরের হানায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ!
ধান কেনায় ডিসিদের সহায়তার নির্দেশ


বোর্ড সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা
পুরান ঢাকায় পরিত্যক্ত দ্বিতল ভবনে ধস
পাঁচ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে
‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু
স্বাস্থ্যসেবায় সাফল্য অর্জন উদযাপন করলো জিএসকে-কেয়ার