php glass

‘কবির সিং’র পর বায়োপিকে কিয়ারা আদবানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিয়ারা আদবানি

walton

বলিউড বক্স অফিসে রাজত্ব করছে ‘কবির সিং’। সিনেমাটির সাফল্যের পর এবার ক্যাপ্টেন বিক্রম বাতরার বায়োপিক ‘শেরশাহ’তে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। 

শহিদ কাপুরের সঙ্গে ‘কবির সিং’ সিনেমায় অনবদ্য অভিনয় করে কিয়ারা আদবানি এখন সাফল্যের চূড়ায় অবস্থান করছেন। তার পরবর্তী সিনেমাটি ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত কারগিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাতরার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে। এতে বিক্রমের প্রেমিকার চরিত্রে কিয়ারাকে দেখা যাবে। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে কিয়ারা বলেন, চমৎকার একটি চরিত্রে অভিনয় করার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি। এজন্য আমাকে লোভীও বলতে পারেন। এটা প্রধান চরিত্রই হতে হবে এমনটা নয়। কিন্তু এটাকে অবশ্যই চিত্রনাট্যে গুরুত্ব সংযোজন করতে হবে। আর বেশ চমকপ্রদ হতে হবে। শুধু মোহনীয় তারকা হওয়ার জন্য আমি কাজ করতে চাই না।

পরবর্তী সিনেমা ‘শেরশাহ’ প্রসঙ্গে কিয়ারা বলেন, আমি ক্যাপ্টেন বিক্রম বাতরার বায়োপিকে কাজ করছি। সিনেমার চিত্রনাট্যে বিক্রমের প্রেমের কাহিনী বেশ গুরুত্ব সহকারে থাকবে। এটা অবিশ্বাস্যরকমের বিশুদ্ধ ও পবিত্র প্রেমের কাহিনী, যা সত্যিই নাটকীয়। আমি এই সিনেমার অংশ হতে পেরে গর্বিত।

‘ফাগলি’ (২০১৪) সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কিয়ারা। কিন্তু সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ (২০১৬) সিনেমার পর্দা ভাগ করেই মূলত প্রথম কাতারে চলে আসেন এই অভিনেত্রী। এরপর তার ক্যারিয়ার বেশ উজ্জ্বল হয়ে ওঠে। তার থলিতে এখন বেশ কিছু ভালো সিনেমা জমা হয়েছে।

‘কবির সিং’র পরে কিয়ারা পর্দায় হাজির হচ্ছেন ‘গুড নিউজ’ নিয়ে। এতে দিলজিতের সঙ্গে রোমাঞ্চ করতে দেখা যাবে এই লাস্যময়ী অভিনেত্রীকে। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান। রাজ মেহতা পরিচালিত এটি মুক্তি পাবে চলতি বছরের ২৭ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
এমকেআর/জেআইএম

মাছ উৎপাদনে সারাদেশে ষষ্ঠ ‘রাজশাহী’
সঠিকভাবে গড়ে উঠেনি চট্টগ্রাম, বিকল্প সড়কও হয়নি
ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে
ইঁদুরের হানায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ!
ধান কেনায় ডিসিদের সহায়তার নির্দেশ


বোর্ড সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা
পুরান ঢাকায় পরিত্যক্ত দ্বিতল ভবনে ধস
পাঁচ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে
‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু
স্বাস্থ্যসেবায় সাফল্য অর্জন উদযাপন করলো জিএসকে-কেয়ার