php glass

মাদকসহ গ্রেফতার শিলাজিতের পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিলাজিৎ-ধী মজুমদার

walton

পশ্চিবঙ্গের গায়ক-অভিনেতা শিলাজিতের পুত্র ধী মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের দেশপ্রাণ শাসমল রোডের টলি ক্লাবের সামনে থেকে কয়েশ’ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয় তাকে। আটক করা হয়েছে সঙ্গে থাকা তার দু’জন বন্ধুকেও।

শুক্রবার রাতে টহলের সময় একটি কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ির সব কাচ বন্ধ ছিল। সন্দেহ অনুযায়ী অভিযান চালিয়ে গাজা’সহ নেশাগ্রস্ত অবস্থায় ধী’কে আটক করা হয়। 

জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সঙ্গে বাজে আচরণ করেন ধী ও তার বন্ধুরা। এরপর তাদের আটক করে রিজেন্ট পার্ক থানায় নিয়ে যাওয়া হয় এবং এনডিপিএস অ্যাক্ট- এ অভিযোগ দায়ের করা হয়।  

ধী মজুমদারও বাবার মতো গানের পাশাপাশি অভিনয় করেন। অনিন্দ্য চট্যোপাধ্যায়ের সিনেমা ‘ওপেন টি বায়োস্কোপ’-এ অভিনয় করেছেন তিনি। এতে আরও অভিনয় করেন ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন: টলিউড
শ্রীলঙ্কা সফর: টাইগারদের অনুশীলন শুরু
মাছ উৎপাদনে সারাদেশে ষষ্ঠ ‘রাজশাহী’
সঠিকভাবে গড়ে উঠেনি চট্টগ্রাম, বিকল্প সড়কও হয়নি
ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে
ইঁদুরের হানায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ!


ধান কেনায় ডিসিদের সহায়তার নির্দেশ
বোর্ড সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা
পুরান ঢাকায় পরিত্যক্ত দ্বিতল ভবনে ধস
পাঁচ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে
‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু