php glass

যুক্তরাষ্ট্রে ঋষির সঙ্গে দেখা করলেন মালাইকা-অর্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঋষি কাপুর ও নীতু কাপুরের সঙ্গে মালাইকা-অর্জুন

walton

কিছুদিন আগেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের বিষয়টি নিজ মুখে স্বীকার করেছেন মালাইকা অরোরা। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে গিয়ে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। আর সেখান থেকে ফেরার আগে তারা দু’জন দেখা করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ও তার স্ত্রী নীতু কাপুরের সঙ্গে।

প্রায় এক বছর ধরে চিকিৎসার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন ঋষি কাপুর। যুক্তরাষ্ট্র ভ্রমণে তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হাতছাড়া করতে চাননি মালাইকা-অর্জুন। তাই ছুটে গেলেন বলিউডের এই জ্যেষ্ঠ অভিনেতার কাছে। 

তারা নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়ান আর খাওয়া-দাওয়া ও আড্ডার মধ্য দিয়ে বেশ ভালোই সময় কাটান। এই সোনালী মুহূর্তকে ফ্রেমবন্দী করতেও ভুল করেননি কেউ।

মালাইকা ও অর্জুন দু’জনেই আলাদাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋষি-নীতুর সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন। 

মালাইকা তার ইনস্টাগ্রামে একটা দলবদ্ধ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এ রকম একটি উষ্ণ ও মনোরম সন্ধ্যা উপহার দেওয়ার জন্য নীতু আন্টি ও ঋষি আঙ্কেলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা।’

নিউইয়র্কে সদ্যঘোষিত এই প্রেমিক জুটির অবকাশ যাপন শেষ। অর্জুন কাপুর নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একটি অদ্ভুত ছুটি কাটালাম। নিউইয়র্ক, তোমাকে ধন্যবাদ। আবার দেখা হবে।’ 

আর এই ছবির নিচে মালাইকা মন্তব্য করেছেন, ‘আমার জন্যই তোমাকে সুন্দর দেখায়।’

নিউইয়র্কে অবকাশ যাপন করতে গিয়ে এবার সাড়া ফেলেছেন মালাইকা। তার ও অর্জুনের সম্পর্কের ব্যাপারটা এবারই তিনি প্রকাশ্যে আনলেন। দু’জনের রোমান্টিক মুহূর্তের একটি ছবি প্রকাশ করে সর্বপ্রথম মালাইকা জানান, তাদের সম্পর্ক তলে তলে বহুদূর। যদিও দীর্ঘদিন ধরে তাদের প্রেম নিয়ে বলিউড পাড়ায় নানা গুঞ্জন ছিল।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
এমকেআর/জেআইএম/ওএফবি

 

ক্লিক করুন, আরো পড়ুন: বলিউড
শ্রীলঙ্কা সফর: টাইগারদের অনুশীলন শুরু
মাছ উৎপাদনে সারাদেশে ষষ্ঠ ‘রাজশাহী’
সঠিকভাবে গড়ে উঠেনি চট্টগ্রাম, বিকল্প সড়কও হয়নি
ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে
ইঁদুরের হানায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ!


ধান কেনায় ডিসিদের সহায়তার নির্দেশ
বোর্ড সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা
পুরান ঢাকায় পরিত্যক্ত দ্বিতল ভবনে ধস
পাঁচ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে
‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু