php glass

পর্দায় সারা আলী খানের বাবা হচ্ছেন পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পরেশ রাওয়াল

walton

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’র রিমেক করতে যাচ্ছেন নির্মাতা ডেভিড ধাওয়ান। তার ছেলে বরুণ ধাওয়ান ও অভিনেত্রী সারা আলী খান সিনেমাটিতে জুটি বেঁধেছেন।

সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য জুটিবদ্ধ হয়েছেন পরেশ রাওয়াল। এতে সারার বাবার চরিত্রে প্রবীণ এই অভিনেতাকে দেখা যাবে।

জানা যায়, চলতি বছর ৫ আগস্ট থাইল্যান্ডে বরুণ-সারার সঙ্গে ‘কুলি নাম্বার ওয়ান’র শুটিংয়ে অংশ নেবেন পরেশ। সেখানে টানা বিশ দিন কাজ করবেন তিনি। নতুন সিনেমায় কাদের খানের চরিত্রে পরেশকে অভিনয় করতে দেখা যাবে। আগের সিনেমাটিতে কারিশমা কাপুরের বাবার চরিত্রে কাদের খান অভিনয় করেছিলেন। 

সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিদেশে শুটিং শেষ হওয়ার পর গোয়াতে ‘কুলি নাম্বার ওয়ান’র শুটিং হবে। লম্বা সময় ধরে সেখানেই সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ করা হবে। 

ডেভিড ধাওয়ান প্রযোজিত-পরিচালিত ‘কুলি নাম্বার ওয়ান’ মুক্তির ২৪ বছর পর রিমেক নির্মিত হতে যাচ্ছে। মূল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন গোবিন্দ এবং কারিশমা কাপুর। রিমেকে তাদের জায়গায় দেখা যাবে বরুণ ও সারাকে।

২০২০ সালের ১ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন: সিনেমা
শ্রীলঙ্কা সফর: টাইগারদের অনুশীলন শুরু
মাছ উৎপাদনে সারাদেশে ষষ্ঠ ‘রাজশাহী’
সঠিকভাবে গড়ে উঠেনি চট্টগ্রাম, বিকল্প সড়কও হয়নি
ফলপ্রকাশেও ভিড় নেই মিষ্টির দোকানে
ইঁদুরের হানায় ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ!


ধান কেনায় ডিসিদের সহায়তার নির্দেশ
বোর্ড সেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসা
পুরান ঢাকায় পরিত্যক্ত দ্বিতল ভবনে ধস
পাঁচ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে
‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা শুরু