php glass

শিল্পী সংঘের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেলিম-নাসিম

walton

নির্বিঘ্নে ভোট সম্পন্ন হওয়ার পর এরইমধ্যে ফলও প্রকাশ পেয়েছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার খাইরুল আলম সবুজ।

নির্বাচনে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম সভাপতি এবং ৪২২ ভোট পেয়ে আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ীদের উল্লাসসভাপতি হিসেবে সেলিমের প্রতিদ্বন্দ্বী তুষার খান পেয়েছেন ১১৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নাসিমের প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান পেয়েছেন মাত্র ৩৫ ভোট।

নির্বাচনে বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো-

সভাপতি পদে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম (ভোট ৩২৫)।  

সহ-সভাপতি আজাদ আবুল কালাম (ভোট ৩৪৪) ও তানিয়া আহমেদ (ভোট ৩১৩)। 

সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম (ভোট ৪২২)।

যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান ও আনিসুর রহমান মিলন।

সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ(বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

অর্থ-সম্পাদক নূর এ আলম নয়ন (ভোট ৩২২)।

দপ্তর সম্পাদক মেরাজুল ইসলাম ( ভোট ১৭৭ )। 

অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু( ভোট ২২৯)।

আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (ভোট ২০২)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (ভোট ২৪২)

তথ্য প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০)। 

এছাড়া ৭ জন কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-

নাদিয়া আহমেদ- ৩৬৩

সেলিম মাহবুব- ৩৫৫

জাকিয়া বারী মম- ২৭৬

বন্যা মির্জা- ২৬৮

মুনিরা বেগম মেমী- ২৪৩

শামস সুমন- ২৩৮

রাজীব সালেহীন- ২২৯।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুন ২১, ২০১৯
জেআইএম/ওএফবি


 

ক্লিক করুন, আরো পড়ুন: নাটক
ksrm
জাতীয় নারী দাবায় তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে ৬ জন 
তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা
বরিশালে অটোরিক্সা উচ্ছেদ বন্ধে অনশন ধর্মঘটের হুমকি 
দৌলতদিয়ায় বাস-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপে বোয়ালিয়া-মতিহার চ্যাম্পিয়ন


ইবিতে বশেমুবিপ্রবি উপাচার্যের কুশপুতুল দাহ
ধর্ষণ-অর্থ বাণিজ্যের অভিযোগে আ. লীগ নেতা গ্রেফতার
চুয়াডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়লো কয়েক দোকানের মালামাল
সিলেটে নদীতে ডুবে মারা গেলেন আরও একজন
আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু মারা গেছেন