ঈদের ‘প্রজাপতি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

মৌসুমী, জাহিদ হাসান ও মোশাররফ করিম অভিনীত ছবি ‘প্রজাপতি’। নির্মাণ শুরুর পর থেকেই ছবিটি বেশ আলোচিত। শুটিং শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন ঝুলে ছিল ছবিটির আনুষাঙ্গিক কাজ। গতমাসে সবকাজ সম্পন্ন হওয়ার পর ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।

মৌসুমী, জাহিদ হাসান ও মোশাররফ করিম অভিনীত ছবি ‘প্রজাপতি’। নির্মাণ শুরুর পর থেকেই ছবিটি বেশ আলোচিত। শুটিং শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন ঝুলে ছিল ছবিটির আনুষাঙ্গিক কাজ। গতমাসে সবকাজ সম্পন্ন হওয়ার পর ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সেন্সর বোর্ড বিনা কর্তনে ছবিটিকে ছাড়পত্র দেয়। আসছে ঈদে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

এনটিভির প্রযোজনায় ‘প্রজাপতি’ ছবিটি পরিচালনা করছেন ছোটপর্দার আলোচিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। বর্তমানে তিনি ছবিটির প্রিন্ট তৈরির কাজে মুম্বাইয়ে অবস্থান করছেন।

‘প্রজাপতি’ ছবির গান নিয়ে একটি অডিও অ্যালবাম বের হয় প্রায় একবছর আগে। অডিও বাজারে অ্যালবামটি তৈরি করে আলোড়ন। মুক্তির আগেই ছবিটির গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে। হাবিবের সুর ও সংগীত পরিচালনায়‘প্রজাপতি’ ছবিতে প্লে-ব্যাক করেছেন ফেরদৌস ওয়াহিদ, কুমার বিশ্বজিৎ, বালাম, হাবিব, ন্যান্সি, কণা ও সিঁথি সাহা। ‘প্রজাপতি’, ‘দুই দিকে বসবাস’, ‘টাকা’, ‘ছোট ছোট আশা’সহ ছবির প্রায় সব গানই প্রশংসিত হয়েছে শ্রোতাদের কাছে। গানগুলো ভালোলাগায় অনেক দর্শক-শ্রোতাই ছবিটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।

এ মুহূতে মুম্বাইতে অবস্থানকারী মোস্তফা কামাল রাজের সঙ্গে সম্প্রতি ফেসবুকে চ্যাটের মাধ্যমে বাংলানিউজের কথা হয়। ‘প্রজাপতি’ নিয়ে নির্মাতার প্রত্যাশা অনেক। তিনি বলেন, মিডিয়া পা রাখার পর থেকেই চলচ্চিত্র নির্মাণের স্বপ্নটা দানা বাঁধে মনের মধ্যে। ছোটপর্দার নাটক বা ধারাবাহিক নির্মাণের মধ্য দিয়েই ছবি বানানোর প্রস্তুতি নিতে থাকি। ‘প্রজাপতি’ আমার প্রথম চলচ্চিত্র। তাই চেষ্টা করেছি নিজের সামর্থ্য অনুযায়ী গল্প ও নির্মাণশৈলীকে আকর্ষণীয় করে তুলতে। আমি এফডিসির মুলধারার চলচ্চিত্র নির্মাতা নই। তাই ভয় ছিল সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি কিভাবে নিবেন। ‘প্রজাপতি’-কে বিনাকর্তনে ছাড়পত্র দেওয়ায় ছবিটি নিয়ে আমার উৎসাহ-উদ্দীপনা বেড়ে গেছে বহুগুণ।

মোস্তাফা কামাল রাজ আরো জানান, ছবিটির প্রিন্ট তৈরির কাজ শেষে আগামী ১৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন এবং কোরবানীর ঈদে ছবিটি মুক্তি দেওয়ার সবধরণের প্রক্রিয়া শুরু করবেন।

‘প্রজাপতি’ ছবির মধ্য দিয়ে নায়িকা মৌসুমীর বিপরীতে প্রথমবার চলচ্চিত্রে কাজ করছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও মোশাররফ করিম। এটি নির্মিত হয়েছে নগরজীবনের গল্প নিয়ে। এক মধ্যবিত্ত দম্পতির সংসার জীবনের জটিলতা আর তারই মধ্যে বহমান প্রেমকে ‘প্রজাপতি’-তে তুলে ধরা হয়েছে।

ছবিটি পরিবেশনায় রয়েছে অমি-বনি কথাচিত্র।

বাংলাদেশ সময় ১৮৫৫, অক্টোবর ০৫, ২০১১

ফ্রান্সে ১ দিনেই করোনায় মৃত্যু ১১২০
পণ্য পৌঁছে দিয়ে ১০ দিনে রেলওয়ের আয় ৪ কোটি টাকা
৩ হাজার কর্মহীন মানুষের মধ্যে এমপি কমলের ত্রাণ বিতরণ 
ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা দুই উপজেলার ২০ হাজার মানুষের 
অসহায় মানুষের পাশে স্মারক সংগ্রাহক জসিম


মাগুরায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কক্সবাজার সৈকতের বালিয়াড়ি তৈরিতে হচ্ছে সাগরলতা বনায়ন 
ঠাকুরগাঁওয়ে করোনা সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ 
নদী তীরের মাটি কাটায় সোয়া লাখ টাকা জরিমানা
ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করলো ‘সহযোগী’