php glass

ভিলেন আমির খান!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বলিউড তারকা আমির খানের মুখ থেকে টাইম অব ইন্ডিয়া জানতে পেরেছে যে, চিরতরুণ রোমান্টিক এ নায়ক ধুম-থ্রিতে ভিলেন হিসেবে আবির্ভূত হচ্ছেন। এ বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে ২০১২ সালের ক্রিসমাস ডে-তে।

বলিউড তারকা আমির খানের মুখ থেকে টাইম অব ইন্ডিয়া জানতে পেরেছে যে, চিরতরুণ রোমান্টিক এ নায়ক ধুম-থ্রিতে ভিলেন হিসেবে আবির্ভূত হচ্ছেন। এ বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। ছবিটি মুক্তি পাবে ২০১২ সালের ক্রিসমাস ডে-তে।

ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় আমির খান বলেন, ‘ধুম একটি ব্যবসাসফল বিনোদনমূলক ছবি। আমি সবসময় শুনেছি ছবিটি আমার অভিনয় ধরনের সাথে যায়। আর ভিক্টরের স্ক্রিপ্ট সত্যিকারভাবেই আমাকে জয় করেছে এবং উদ্বুদ্ধ করেছে এ ছবিতে ভিলেনের চরিত্রে কাজ করতে ’।

এই সুপারস্টারের কাজ করা প্রসঙ্গে প্রয়োজক ইয়াশ চোপড়া বলেন, আমাদের ব্যানারে আমিরের কাজ করাটা সত্যি খুব আনন্দের। তার তারকাক্ষমতা এবং অভিনয়দক্ষতা দিয়ে তিনি এ ছবিটি সফলতার শীর্ষে নিয়ে যাবেন। এখন আমি দৃঢ়তার সাথে বলতে পারি, এটি আমাদের প্রতিষ্ঠানের সেরা ছবি হবে।’

ইয়াস চোপড়া ও অদিতি চোপড়া প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য (ভিক্টর)। অভিষেক বচ্চন ও উদয় চোপড়া তাদের আগের প্রিয় চরিত্র জয় ও আলী হিসেবেই অভিনয় করবেন।

বাংলাদেশ সময় ০০১৫, ফেব্রুয়ারি ৩, ২০১১

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ আটক ১ 
শিশু রাজন কি বিনা চিকিৎসায় মারা যাবে?
১০২৮ ক্রসিংয়ে গেটকিপার নেই, অথচ মেয়াদ শেষ প্রকল্পের
আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৭


আরও ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, ৭ কেন্দ্র উদ্বোধন
কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিগন্যাল না দেখার অজুহাত তূর্ণার সহকারী চালকের
কুবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু ২৪ নভেম্বর
গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন মদ্রিচ