php glass

কেঁদে আরেকবার সুযোগ চাইলেন খালেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলনে কথা বলছেন তালুকদার আবদুল খালেক/ছবি: মানজারুল ইসলাম

walton

খুলনা: কেঁদে আরেকবার নগরবাসীর সেবা করার সুযোগ চাইলেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

সোমবার (১৪ মে) দুপুরে মহানগরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে বর্ষীয়ান এ নেতা সেবা করার সুযোগ চান। 

সংবাদ সম্মেলনে খালেক বলেন, মোংলা রামপাল ছেড়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় খুলনায় নির্বাচন করছি। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুলনাবাসীর সেবা করতে চাই। আমি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনের সব দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরবো। 

বিএনপির প্রার্থী মঞ্জুর সংবাদ সম্মেলনে তাদের নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ বিষয়ে খালেক বলেন, যাদের পুলিশ গ্রেফতার করছে, আমার জানামতে তারা বিভিন্ন মামলার আসামি। বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগের ব্যাজ ধারণ করে গোপনে বিরোধী কাজ করছে। 

তাছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলেও তিনি আশা করেন।  

খালেক অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে শুরু থেকে অপপ্রচারে লিপ্ত। 
আওয়ামী লীগ থেকে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কয়েকজনকে ধরেছে। 
তবে খালেক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কারী এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও আওয়ামী লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ। 

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমআরএম/এএ

চূড়ান্ত তালিকায় মুশফিকসহ পাঁচ বাংলাদেশি!
৭১ একটি চেতনা, তার প্রকাশ মুক্তিযুদ্ধ জাদুঘর
অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বাসদের মানববন্ধন
৫ দিন পর নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
শীতের খাবার চিকেন মোমোর রেসিপি


সিলেটকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় রাজশাহীর
মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে ত্রিপুরা: বিপ্লব
হাসু-কাসু বাহিনীর মূলহোতা আটক
দুর্নীতির দায়ে কারাভোগী ব্যক্তিকে সরকার সহযোগিতা করবে না
শীতের শুরুতেই ‘সুবাস’ ছড়াচ্ছে গোলাপ গ্রাম