php glass

জিসিসি মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম‌কে সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মো. জাহাঙ্গীর আলম‌/ফাইল ফটো

walton

গাজীপুর: ‌গাজীপুর সি‌টি করপো‌রেশন নির্বাচ‌নে আচরণ‌বি‌ধি লঙ্ঘনের অ‌ভি‌যো‌গে আওয়ামী লীগ ম‌নো‌নীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম‌কে প্রাথ‌মিকভা‌বে সর্তক ক‌রে‌ছেন নির্বাচ‌নের রিটার্নিং কর্মকর্তা মো. র‌কিব উ‌দ্দিন মন্ডল। 

বৃহস্প‌তিবার (১৯ এ‌প্রিল) সন্ধ্যায় মো. জাহাঙ্গীর আলম‌কে মোবাই‌লে সর্তক ক‌রেন তিনি। 

‌রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ক কর্মকর্তা তা‌রেক আহ‌ম্মেদ বিষয়‌টি বাংলানিউজকে জানান।

‌তি‌নি ব‌লেন, বুধবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম আচরণবি‌ধি লঙ্ঘন ক‌রে নির্বাচনী সভা করেছেন। প‌রে বিষয়‌টি রিটার্নিং কর্মকর্তার নজ‌রে আসে। বৃহস্প‌তিবার সন্ধ্যায় মো. জাহাঙ্গীর আলমের মোবাই‌লে ফোন ক‌রে তা‌কে সর্তক ক‌রা হয়। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসক (ডি‌সি) এবং পু‌লিশ সুপার‌কে (এস‌পি) এ ব্যাপা‌রে তদন্ত ক‌রে দ্রুত রিপোর্ট দি‌তে বলা হ‌য়ে‌ছে। 

‌তি‌নি আ‌রো জানান, বৃহস্প‌তিবার মো. জাহাঙ্গীর আলম এক‌টি এলাকায় নির্বাচনী সভা করার প্রস্তু‌তি নি‌লে তার ওই সভা পণ্ড করে দেওয়া হয়ে‌ছে। 

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এ‌প্রিল ১৯, ২০১৮
আরএস/এএ

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো অরক্ষিত
ফেরাউনের বাড়িতেই বেড়ে ওঠেন মুসা
অন্ধকার ময়মনসিংহে আসছে আলো
ডিমলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে আনন্দিত ৩৬ পরিবার
পিরোজপুরে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত আ’লীগ


৪৮ বছর ধরে উপেক্ষিত ধনবাড়ীর শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার 
‘বিসমিল্লা’ দিয়ে শেষ হলো দুই বাংলার নাট্যমেলা
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা: শিল্পমন্ত্রী
বুয়েট কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা
শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন