php glass

বিএম কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিছিল। ছবি: বাংলানিউজ

walton

ব‌রিশাল: বরিশাল সরকারি বিএম কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাল্টাপাল্টি মিছিল করেছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। 

এতে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এর পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাল্টা মিছিল বের করে। এতে মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জীবনানন্দ দাশ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএম কলেজ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়াও ছাত্রলীগের ভিন্ন ভিন্ন নেতাদের নেতৃত্বে কয়েকটি মিছিল অনুষ্ঠিত হয় বিএম কলেজে। এসময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রেণিকক্ষগুলোতে গিয়ে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায়।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: বরিশাল
রাজশাহীতে পুরোদমে বাস চলাচলের ঘোষণা
না’গঞ্জে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে পরিবহন ধর্মঘট
গ্রুপ সেরা জার্মানি, বড় জয়ে নেদারল্যান্ডস-বেলজিয়াম
সবজির বাজার স্থিতিশীল, তবে দাম বাড়তে পারে বৃহস্পতিবার
নানা চাপে নেতারা দল ছাড়তে পারেন: হাবিব উন নবী 


পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
মেহেন্দিগঞ্জে বাড়তি দামে লবণ বিক্রি, ১০ দোকানিকে জরিমানা
ত্রিপুরায় নাইজেরিয়ান আটক
বগুড়ায় বেশি দামে লবণ বিক্রি করায় ৪৪ ব্যবসায়ী আটক
ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধে বাড়ছে উদ্বেগ