php glass

খাগড়াছড়ি কলেজে ফেনী ইউনিভার্সিটির সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সেমিনারে বক্তব্য রাখছেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ। ছবি: বাংলানিউজ

walton

ফেনী: পার্বত্য জেলা খাগড়াছড়িতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করেছে ফেনী ইউনিভার্সিটি। 

শনিবার (৩১ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. সাইফুদ্দিন শাহ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে উপাচার্য বলেন, ফেনী ইউনিভার্সিটিতে যে টিউশন ফি গ্রহণ করা হয়, তা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির ফি-এর চেয়ে অনেক কম। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। দরিদ্র, সুবিধাবঞ্চিত অথচ মেধাবি, এমন শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, সেদিকে আমরা লক্ষ্য রাখি। এছাড়া উপজাতি শিক্ষার্থীদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয় এখানে।

উচ্চ শিক্ষায় আঞ্চলিক প্রেক্ষিত বিষয়ে আলোচনা করতে গিয়ে ড. সাইফুদ্দিন শাহ বলেন, খাগড়াছড়ি একটি সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল। ফেনী সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চল। এসব অঞ্চলে উন্নয়ন হয় ধীরে। তাই এসব অঞ্চলে উন্নয়নের জন্য নজর দিতে হবে। তবেই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ফেনী ইউনিভার্সিটি।

খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে সেমিনারে ফেনী ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় কলেজের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও ফেনী ইউনিভার্সিটির ওপর একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে দ্বাদশ শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসএইচডি/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: ফেনী
বাড়ি গিয়ে শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা জানালেন ডিসি
বন্ধুকে বেঁধে রেখে স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩
ছয় দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
জাকের পার্টিতে নারী নেতৃত্ব ৩৩.৩৩ শতাংশ
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩ জনের মৃত্যু


ঘোষণাপত্রে ‘জয় বাংলা’ না থাকলে নিবন্ধন বাতিল হওয়া উচিত
নারায়ণগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার 
খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১
সুন্দরবন পরিদর্শনে জাতিসংঘ যৌথ মিশনের প্রতিনিধি দল
মানবাধিকার দিবসে বইয়ের মোড়ক উন্মোচন