php glass

ঢাবির সিনেট অধিবেশন ২৬ জুন, সদস্য হলেন শোভন-সনজিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ/ছবি: বাংলানিউজ

walton

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে ২৬ জুন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বাকীরা হলেন- ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও সদস্য তিলোত্তমা শিকদার।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী আনুষ্ঠানিকভাবে নাম মনোনয়নের কথা বললেও এ বিষয়ে আপত্তি জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। 

বাংলানিউজকে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।

নির্বাচিতদের বাইরে প্রতিনিধির বিষয়ে তিনি বলেন, ডাকসুতে ছাত্রলীগ থেকে যারা নির্বাচিত হযেছেন তারা এটিকে তাদের অঙ্গ সংগঠন হিসেবে মনে করেন। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি। ২৮ বছর পর নির্বাচন হয়েছে, এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধি। যারা নির্বাচিত না তারা কীভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি হবে? এটা তো একটা নৈতিকতারও প্রশ্ন। যারা নির্বাচিতই না, একজন নির্বাচন করে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাননি তাদের সিনেট রাখা দুঃখজনক এবং এটা ছাত্রলীগের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে।

সিনেটের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ডাকসু থেকে পাঁচ জনের নাম সুপারিশ করা হযেছে। তা গৃহীত হয়েছে। অনির্বাচিত সদস্য হওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই। আগেও এরকম দৃষ্টান্ত ছিল।

বাংলাদেশ সময়: ১৩৬২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এসকেবি/এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন: ডাকসু
আদালতে মিন্নি
টেকনাফে ইয়াবা কারবারিদের গুলিবিনিময়কালে নারী নিহত
মহাসড়কে পশুর হাট বসতে না দিতে ডিসিদের নির্দেশনা
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ফের পেছালো
জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা


শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা
মৎস্য সম্পদে ঘাটতি নয়, উদ্বৃত্ত থাকবে: খসরু
দালাইলামার জন্মদিন: ভারতে ঢুকে শাসিয়ে গেলো চীনা সৈন্যরা
 মেসি ফুটবলের আদর্শ: গ্রিজম্যান
গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদার মুক্তির বিকল্প নেই