php glass

পুঁজিবাজারে সূচকের বড় পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিএসই ও সিএসই'র লোগো

walton

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৪ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১০৬ পয়েন্ট কমেছে। এ নিয়ে টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হলো।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোনো পদক্ষেপেই শেয়ারবাজারের পতন আটকানো যাচ্ছে না। পতন ঠেকাতে নেওয়া সব পদক্ষেপই যেন ব্যর্থ হচ্ছে। অব্যাহত দরপতনে আবারও রেকর্ড গড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এদিন ডিএসইএক্স প্রায় ৩ বছরের আগের স্থানে অবস্থান করছে।

জানা গেছে, সোমবার ডিএস’র প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১ পয়েন্টে। ডিএসই’র এ সূচকটি ২ বছর ১০ মাস ২৪ দিন কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। 

এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর ডিএসইএক্স সূচক এদিনের থেকে কম স্থানে অবস্থান করছিল। অর্থাৎ ওইদিন ডিএসইএক্স সূচক অবস্থান করছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্টে। সোমবার ডিএসই’র অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮২ ও ১৬৭০ পয়েন্টে।

ডিএসইতে এদিন ২৯৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ২০ টাকার। অর্থাৎ সোমবার ডিএসইতে লেনদেন ১ কোটি ৭০ লাখ টাকা বেশি হয়েছে।

ডিএসইতে এদিন ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৩১টির এবং ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিক্যাল, বাংলাদেশ শিপিং করপোরেশন, সামিট পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, জেএমআই স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স এবং এটলাস বাংলাদেশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৪ পয়েন্টে। 

সোমবার সিএসইতে হাত বদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। এদিন ১৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৪ কোটি টাকার। 

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসএমএকে/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: শেয়ার বাজার
র‌্যাবের অভিযানে জেএমবি সদস্য আটক
রাজশাহীতে ৬ মাসে র‌্যাবের হাতে আটক ৭৮৩
গোপালগঞ্জে স্কুল কাবাডির ফাইনাল অনুষ্ঠিত
কটিয়াদী আ’লীগ সভাপতি গোলাপ আর নেই
২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন ও মেহের


সিঙ্গাপুরের সুলতান মসজিদে সব ধর্মের গৃহহীনদের আশ্রয়
ফেসবুক আইডি মনিটরিং আর ডিজিটাল হাজিরায় আসছেন শিক্ষকরা
নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ায় কাজ করুন: প্রধানমন্ত্রী
‘জাবি উপাচার্য ছাত্রদের চেয়ে নিজের স্বার্থরক্ষায় মরিয়া’
প্লেনে প্রতিদিনই আসছে এস আলম গ্রুপের পেঁয়াজ