php glass

সিসিকের প্রায় ৮০০ কোটি টাকার বাজেট ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাজেট ঘোষণা করেন সিসিক মেয়র আরিফুল হক। ছবি- বংলানিউজ

walton

সিলেট: ২০১৯-২০ অর্থবছরের জন্য ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

রোববার (২৫ আগস্ট) দুপুরে নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ঘোষিত বাজেটে এবার আয়ের সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরে সিসিকের বাজেট ছিল ৭৪৮ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা। এবার বাজেটের আকার বেড়েছে ৪০ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে সিসিক মেয়র বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নগরের উন্নয়নে এ বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট বাস্তবায়নো তিনি নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন। 

এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো- হোল্ডিং ট্যাক্সবাবদ ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার, স্থাবর সম্পত্তি হস্তান্তর করবাবদ ৮ কোটি, ইমারত নির্মাণ ও পুননির্মাণ করবাবদ ২ কোটি এবং পেশা ও ব্যবসাবাবদ কর ৬ কোটি ৫০ লাখ টাকা। 

এ ছাড়া বিজ্ঞাপন কর, মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তন ফি ও নবায়ন, ঠিকাদার তালিকাভুক্ত ও নবায়ন, বাস টার্মিনাল ও খেয়াঘাট ইজারা, সিসিকের সম্পত্তি ভাড়াসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য পরিমাণ আয় ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এনইউ/এইচজে/ওএইচ

ksrm
সুনামগঞ্জে ধোপাজান নদীতে ৪ টি ড্রেজার পুড়িয়েছে প্রশাসন
বনানীতে ওয়ান ম্যান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড
সাংবাদিক বহিষ্কারে আর্টিকেল নাইনটিনের নিন্দা
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
ছন্দবিশারদ প্রবোধচন্দ্র সেনের প্রয়াণ


রমনায় সাবেক যুগ্ম সচিব এর মরদেহ উদ্ধার
শাহজালালে ৬০ লাখ টাকার স্বর্ণ আটক
আবেদীন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে রাজউকের কমিটি
সে সাংবাদিক না, কেনো ছবি তুললো: মিন্নির বাবা
যুবলীগ নেতা খালেদ ডিবি হেফাজতে