php glass

এবি ব্যাংকের এমডি হলেন তারিক আফজাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তারিক আফজাল

walton

ঢাকা: বেসরকারিখাতের এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন তারিক আফজাল।

সোমবার (৮ জুলাই) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারিক আফজাল এবি ব্যাংকের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়োগে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন তিনি।

এর আগে তিনি এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপক পরিচালক ছিলেন। তারিক আফজালের বণার্ঢ্য একটি ব্যাংকিং কর্মজীবন রয়েছে। তিনি ১৯৮০ সালের শেষদিকে লন্ডন, যুক্তরাজ্যে তার ব্যাংকিং জীবন শুরু করেন। পরে তিনি কানাডার ক্রেডিট ইউনিয়ন, এএনজেড গ্রিন ডলেজ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশ-বিদেশে কর্মরত ছিলেন।

তিনি ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক আলফালাহর সিনিয়র পদেও কর্মরত ছিলেন। এছাড়াও বাংলাদেশে ডান এবং ব্র্যাড স্ট্রিটের কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত ছিলেন।

তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যাংকিং প্রক্রিয়া ও সিস্টেমসমূহের স্বয়ংক্রিয়করণ এবং রূপান্তরের বাস্তবায়ন সফলভাবে পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এএটি

ইঁদুরের উপদ্রবে বাঁধ ঝুঁকিতে!
টাঙ্গাইলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর
একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
হুমায়ূন আহমেদের প্রয়াণ
ইতিহাসের এই দিনে

হুমায়ূন আহমেদের প্রয়াণ

শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন


শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা হবে: হানিফ
যমুনার পানি বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপরে
‘হ্যাঁলো ওসি’ বুথে এসে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮০ সদস্য