php glass

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাজেট অধিবেশন। ছবি: বাংলানিউজ

walton

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ১৮২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৪১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

বাজেটে আয় ধরা হয়েছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৪১৩ টাকা। বাজেটে উদ্বৃত্ত টাকার পরিমাণ ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৪০ টাকা। বাজেটে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ করের আওতা বেড়েছে। 

বাজেট ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান পিটু বক্তব্য রাখেন।

এসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন: বাজেট গোপালগঞ্জ
ইঁদুরের উপদ্রবে বাঁধ ঝুঁকিতে!
টাঙ্গাইলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর
একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
হুমায়ূন আহমেদের প্রয়াণ
ইতিহাসের এই দিনে

হুমায়ূন আহমেদের প্রয়াণ

শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন


শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করলো ছাত্রলীগ
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা হবে: হানিফ
যমুনার পানি বিপদসীমার ৯৮ সেন্টিমিটার ওপরে
‘হ্যাঁলো ওসি’ বুথে এসে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮০ সদস্য