php glass

‘এশিয়া ওয়ান ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড’ পদক পেলো দারাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘এশিয়া ওয়ান ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড অ্যান্ড লিডার’ পদক পেয়েছে দারাজ। ছবি: সংগৃহীত

walton

‘এশিয়া ওয়ান ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড অ্যান্ড লিডার’ আন্তর্জাতিক পদক পেলো অনলাইন প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ।

গত বুধবার (০১ মে) দুবাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট মার্কুইস হোটেলে এশিয়ান বিজনেস ও সোশ্যাল ফোরামের ১১তম আসরে এ পুরস্কার দেওয়া হয়। 

জাঁকজমক অনুষ্ঠানে ই-কমার্স বিভাগে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড হিসেবে দারাজ বাংলাদেশ লিমিটেড ও ফাস্টেস্ট গ্রোয়িং লিডার হিসেবে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক পুরস্কার পান।

এ পদকটি মূলত ‘এশিয়া ওয়ান’র দেওয়া একটি বিশেষ সম্মাননা। বিভিন্ন দেশের প্রতিভাবান উদ্যোক্তাদের যুগান্তকারী ব্যবসায়িক উদ্ভাবনকে স্বীকৃতি দিতে এ পদক দেওয়া হয়।

দারাজের উল্লেখযোগ্য উদ্ভাবনের মধ্যে রয়েছে দারাজ হাব, এক্সপেরিয়েন্স সেন্টার ও নন্দিনী। গত বছরের ০৮ মে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার ইকোসিস্টেমে যুক্ত হয় দারাজ.কম.বিডি।

এছাড়া, দক্ষভাবে প্রতিষ্ঠান পরিচালনায় ‘ফাস্টেস্ট গ্রোয়িং লিডার’ পুরস্কার পান দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিরিয়াল এন্ট্রাপ্রেনিউর ও বোর্ড মেম্বার সারা আল-মাদানি, ডিরেক্টর অব ট্রেড প্রমোশন ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাম্ব্যাসেডর অব ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন কোরিয়ার মোহাম্মদ নাসের হামদান আল-জাবা, কন্সাল জেনারেল অফ জাপান ড. আকিমা উমেজওয়া, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা ও বলিউড তারকা কারিশমা কাপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
একে

আবার ‘জাদু’ দেখানোর সুযোগ টাইগারদের সামনে
মাকে হত্যা পর মেয়েকে ধর্ষণ: বখাটে সাগরের স্বীকরোক্তি
বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম কেনার প্রস্তাব অনুমোদন
খুলনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
‘পরিবহন সেবার জন্য, মানুষকে জিম্মি করার জন্য নয়’


আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
সিএনজিচালক হাসমত হত্যায় ৮ ছিনতাইকারীর ৬০ বছর কারাদণ্ড
গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অজ্ঞাত যুবকের
দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করার দাবি
জান্নাতিকে পুড়িয়ে হত্যার ঘটনায় রিমান্ডে আসামিরা