php glass

এ বছর পুঁজি কমলো ৩৫ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিএসই ও সিএসই লোগো

walton

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনী বছর ২০১৮ সালে পুঁজিবাজারে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে ৩৫ হাজার ৫৯৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই বলছে, ২০১৮ সালে ডিএসইতে মোট ২৪২ কার্যদিবসে লেনদেন হয়েছে এক লাখ ৩৩ হাজার ৫৯ কোটি ১৩ লাখ টাকা। এর আগের বছর ২৪৮ কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই লাখ ১৬ হাজার ৯৫৯ কোটি ৭১ লাখ টাকা। যা গত বছরের চেয়ে ৮৩ হাজার ৩৬৮ কোটি টাকা বা ৩৮.৪৩ শতাংশ কম।

এসময়ে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের বছরের চেয়ে ৮৫৮ দশমিক ৮৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচেকর মধ্যে ডিএস-৩০ সূচক ৪০২ পয়েন্ট কমে এক হাজার ৮৮০ পয়েন্টে এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী বছরে ডিএসই’র বাজার মূলধন ৩৫ হাজার ৫৯৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজার কোটি টাকায়।

ফলে সরকারও এ খাত থেকে রাজস্ব বঞ্চিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমএফআই/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন: শেয়ার বাজার
অবশেষে তালিকা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের
‘সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’
রায়েরবাজার সৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
মিরপুর শহীদ বুদ্ধিজীবী সৌধে জনতার ঢল
হানাদারদের রুখতে বোমা ফেলা হয় হার্ডিঞ্জ ব্রিজে


চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে হারানোর এক বছর
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
খুলনায় পাটকল শ্রমিকদের অনশন স্থগিত
১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ মুক্ত দিবস
সাভারে বিদেশি পিস্তলসহ ইউপি সদস্য আটক