php glass

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সর্ম্পক বাড়াতে চায় যুক্তরাজ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। রোববার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও ব্রিটিশ হাইকমিশন আয়োজিত ‘ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স এ আগ্রহের কথা জানান।

ঢাকা: বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

রোববার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও ব্রিটিশ হাইকমিশন আয়োজিত ‘ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স এ আগ্রহের কথা জানান।

স্টিফেন ইভান্স বলেন, বাংলাদশে ও বৃটেনের মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহী।

তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি ৬৮ শতাংশ বেড়েছে।’

তবে এটা শতভাগ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যে  পোশাক, সিরামিক ও বিদ্যুৎ খাতকে বেশি গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কইমেট চেইঞ্জ, দারিদ্র বিমোচন, দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য বৃদ্ধিতে দু’দেশ একসঙ্গে কাজ করতে পারে।

তিনি বলেন, ব্রিটেন একটি উন্নয়নশীল বাংলদেশ দেখতে আগ্রহী।

তিনি জানান, বর্তমান ব্রিটিশ সরকার সারা বিশ্বে ব্রিটিশ দুতাবাসের মাধ্যমে কমার্শিয়াল ডিপ্লোমেসি বাস্তবায়নের ওপর অধিক গুরুত্ব দিচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।

স্টিফেন ইভান্স বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তাদেরকে ব্রিটেনে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি দু’দেশের মধ্যকার বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।  

ডিসিসিআই সহ-সভাপতি নাসির হোসেন, পরিচালক ওয়ালিউর রহমান, ইঞ্জিনিয়ার সৈয়দ মোশাররফ হোসেন, হোসেন এ শিকদার, নিয়াজ রহিম, এম বশির উল্ল্যাহ ভূঁইয়া, মাহাবুব আনাম ও ওয়াকার আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক  কেভিন রিগ্যান।

সেমিনারটি অনুষ্ঠিত হয় ডিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠানে ঢাকার ৩০ জন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩২ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

ফুটবল খেলা বাঙালির রক্তের সঙ্গে মিশে আছে
নানা আয়োজনে যশোরে হানাদারমুক্ত দিবস পালন
বিএনপি আইন-আদালত মানে না: নাসিম
ডিসি হিল সংস্কৃতিচর্চার জন্য উন্মুক্ত করার দাবি
বিশ্বকাপ নয়, আপাতত বিপিএল নিয়েই ভাবছেন সানি


ধরে নিয়ে যাওয়া ২ জেলেকে ফেরত দিলো বিএসএফ
মৌসুমের শুরুতেই ভোলায় জেঁকে বসেছে শীত
মঞ্চ প্রস্তুত, উদ্বোধনের অপেক্ষা
চিরনিদ্রায় শায়িত হলেন মাহফুজুর রহমান খান
ঢাকায় তেল-গ্যাস রক্ষা কমিটির মহাসমাবেশ ৩ এপ্রিল