চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিনিয়োগ বোর্ডে স্থানীয়ভাবে মোট ১ হাজার ১১৫টি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। এর বিপরীতে মোট আর্থিক বিনিয়োগের পরিমাণ হিসাব করা হয়েছে প্রায় ৪৬১ কোটি ৬৫ লাখ ডলার। টাকার অঙ্কে এর পরিমাণ হচ্ছে প্রায় ৩৩ হাজার ৯০৯ কোটি টাকা।
ঢাকা: চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিনিয়োগ বোর্ডে স্থানীয়ভাবে মোট ১ হাজার ১১৫টি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। এর বিপরীতে মোট আর্থিক বিনিয়োগের পরিমাণ হিসাব করা হয়েছে প্রায় ৪৬১ কোটি ৬৫ লাখ ডলার। টাকার অঙ্কে এর পরিমাণ হচ্ছে প্রায় ৩৩ হাজার ৯০৯ কোটি টাকা।
বিনিয়োগ বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২০০৯-১০ অর্থবছরে বিনিয়োগ বোর্ডে মোট নিবন্ধিত প্রস্তাবের সংখ্যা ছিল ১ হাজার ৬৩০টি। আর এগুলোর বিপরীতে মোট আর্থিক বিনিয়োগের পরিমাণ হিসাব করা হয়েছিল ৪৮২ কোটি ডলার। টাকার অঙ্কে এর পরিমাণ হচ্ছে প্রায় ৩৩ হাজার ৬৭৪ কোটি ৩০ লাখ টাকা।
বিনিয়োগ বোর্ড সূত্র জানায়, অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই ’১০-ফেব্রুয়ারি ’১১) নিবন্ধিত ১ হাজার ১১৫টি বিনিয়োগ প্রস্তাবের মধ্যে ১২৬টি শতভাগ বিদেশি ও যৌথ বিনিয়োগ প্রস্তাব। আর এগুলোর বিপরীতে আর্থিক বিনিয়োগের পরিমাণ হিসাব করা হয়েছে প্রায় ৩৭২ কোটি ৬৩ লাখ ডলার।
সূত্র জানায়, খাতওয়ারি হিসাবে সংখ্যার দিক থেকে বিনিয়োগ প্রস্তাবের শীর্ষে রয়েছে বস্ত্র খাত।
এর পরে ক্রমানুযায়ী রয়েছে- প্রকৌশল শিল্প খাত, রাসায়নিক খাত, সেবা ও কৃষি খাত।
এছাড়া খাদ্য ও ট্যানারি খাতেরও কয়েকটি প্রকল্প রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১