পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, ২০১০ সালের জন্য রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। এ তারিখ পর্যন্ত যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই এর লভ্যাংশ পাবেন।
এছাড়া, ২০১০ সালের জন্য রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ১৯ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ এপ্রিল।
অন্যদিকে, ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এর শেয়ারহোল্ডারদের ৭৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ২৫ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।
বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১