php glass

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সোমবার লভ্যাংশ ঘোষণা করেছে। জানা গেছে, গত অর্থবছরের জন্য আরএন স্পিনিং ৩০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সোমবার লভ্যাংশ ঘোষণা করেছে।

জানা গেছে, গত অর্থবছরের জন্য আরএন স্পিনিং ৩০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোম্পানিটি এর শেয়ারহোল্ডারদের জন্য ১(আর):১ হারে রাইট শেয়ার ঘোষণা দেয়। রাইট শেয়ারের জন্য প্রিমিয়াম ধরা হয়েছে ১০ টাকা।

এছাড়া গত অর্থবছরের জন্য পিপলস লিজিং ৭৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  এ কোম্পানিটিও এর শেয়ারহোল্ডারদের জন্য ১(আর) :২ হারে রাইট শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। এর রাইট শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ১৫ টাকা।

এদিকে গত অর্থবছরের জন্য পদ্মা অয়েল  ৫০ শতাংশ স্টক ও ৫০ শতাংশ নগদসহ মোট ১০০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

অবৈধ জালে মাছের ডিম ও পোনা হচ্ছে ধ্বংস, প্রয়োজন সচেতনতা
‘আমার এই বাজে স্বভাব’ খ্যাত সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো অরক্ষিত
ফেরাউনের বাড়িতেই বেড়ে ওঠেন মুসা
অন্ধকার ময়মনসিংহে আসছে আলো


ডিমলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে আনন্দিত ৩৬ পরিবার
পিরোজপুরে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত আ’লীগ
৪৮ বছর ধরে উপেক্ষিত ধনবাড়ীর শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার 
‘বিসমিল্লা’ দিয়ে শেষ হলো দুই বাংলার নাট্যমেলা
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা: শিল্পমন্ত্রী