php glass

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

শিক্ষা, সামাজিক সেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, জ্বালানি, কৃষিজাত পণ্য, অবকাঠামো উন্নয়নে শ্রীলংকার সরকারের বিনিয়োগ সহায়তা চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।

ঢাকা: শিক্ষা, সামাজিক সেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, জ্বালানি, কৃষিজাত পণ্য, অবকাঠামো উন্নয়নে শ্রীলংকার সরকারের বিনিয়োগ সহায়তা চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।

বুধবার শ্রীলংকার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা ডিসিসিআই কার্যালয়ে প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেলে ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম এ আহ্বান জানান।

এসময় এস কে ওয়েরাগোদা ডিসিসিআই সভাপতিকে শ্রীলংকায় ডিসিসিআই বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণের আহ্বান জানান।

তিনি বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে শ্রীলংকার কারিগরী সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধির আশ্বাস দেন।

ডিসিসিআই সহ-সভাপতি নাসির হোসেন, পরিচালক হোসেন এ শিকদার, এম বশির উল্ল্যাহ ভূঁইয়া, খাইরুল মজিদ মাহমুদ, কে এম এন মনজুরুল হক, আলহাজ্ব মো. নাসিরউদ্দিন খাঁন, কে জি করিম এবং আবসার করিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১।

সুবিধাবঞ্চিতদের শীত নিবারণে ‘সুপ্রিম সুরক্ষার আবরণ’
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এখন কী করবে বিএনপি?
নেত্রকোণাকে হারিয়ে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ
‘খালেদা জিয়ার জামিন ঠেকানো নিয়ে ব্যস্ত সরকার’


দশ বছর পর ছোট পর্দায় ফিরছেন পার্নো মিত্র
করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি
হল থেকে বহিরাগত আটক, চবি শিক্ষার্থীকে শোকজ
পুড়ে যাওয়া ছোট ভাইকে নিয়ে বেরিয়েছেন বড় ভাই
উদাসীনতায় ও আইনের প্রয়োগ না হওয়ায় নির্মাণ ঝুঁকি কমছে না