চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনা মহামারিতে ‘স্থগিত’ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষার দাবিতে পূর্বঘোষিত অনশন কর্মসূচী স্থগিত করেছে সম্মিলিত শিক্ষার্থী সংসদ, চবি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র মো. ফোরকানুল আলম।
মো. ফোরকানুল আলম বাংলানিউজকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদেরকে আগামি সোমবারের মধ্যে ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষার বিষয়ে একটি অফিসিয়াল নোটিশ যাবে বলে আশ্বস্ত করেছেন। নোটিশ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আমরা আমরণ অনশন কর্মসূচি আপাতত স্থগিত করেছি।
এর আগে গত ১ ডিসেম্বর বিভিন্ন বিভাগের ‘স্থগিত’ পরীক্ষাসমূহ নেওয়ার বিষয়ে ৩ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পেলে ৬ ডিসেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা দেয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ, চবি।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএ/এসকে/টিসি