চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া জোড় ডেবা থেকে এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাত পরিচয়ের ওই মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করতে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন সিআইডির কর্মকর্তারা। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমআর/টিসি