চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় পড়ে গিয়ে মো. রশিদ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলশী থানাধীন বিটিভি চট্টগ্রাম সেন্টারের বিপরীতে অবস্থিত নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রশিদের বয়স ৩৫ বছর। তার বাবার নাম মৃত জানে আলম। রশিদ স্থানীয় খুলশী কলোনির হান্নান ফ্যাক্টরী এলাকায় বসবাস করে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরির্দশক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় মো. রশিদ নামে এক শ্রমিক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমএম/টিসি