সোমবার (২৩ মার্চ) দুপুরে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নগরের রিয়াজ উদ্দিন বাজারের কাঁচাবাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী আগ্রাবাদ চৌমুহনী কাঁচা বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি দোকানে মূল্য তালিকা টাঙানো, ক্রয়-বিক্রয়ের রশিদ দোকানে রাখার বিষয়ে দোকানিদের সচেতন করার পাশাপাশি বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক নগরের ২ নম্বর গেইট কর্ণফুলী কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন। তিনি বাড়তি দামে পণ্য বিক্রি করায় এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৩ মার্চ, ২০২০
এমআর/টিসি