php glass

কারাগারে বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফাইল ফটো

walton

চট্টগ্রাম: বিএনপি ও যুবদলের নয়জন নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন বলে বাংলানিউজকে জানান মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দীন চৌধুরী।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- নুর মোহাম্মদ গুড্ডু, হাবিবুর রহমান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নেজাম, রফিকুল ইসলাম পারভেজ, মোহাম্মদ মনির, মো. জানে আলম, মো. সেলিম ও আবু মিয়া।

এদের মধ্যে নুর মোহাম্মদ গুড্ডু মহানগর যুবদলের সহ-সভাপতি, হাবিবুর রহমান ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মোহাম্মদ খোরশেদ মহানগর যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নেজাম পাহাড়তলী থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, রফিকুল ইসলাম পারভেজ উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও অন্যরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মো. নাজিম উদ্দিন।

এছাড়া শেখ ইয়াছিন নামে এক আসামি জামিন পেয়েছেন বলেও জানান অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

অ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী জানান, ২০১৮ সালে পাহাড়তলী থানায় দায়ের একটি মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন আসামিরা। বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া আরও কয়েকটি মামলায় আদালত ওই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসকে/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
পাসপোর্ট করাতে এসে গ্রেফতার রোহিঙ্গা রিমান্ডে
২০২০ সালে বেরোবিতে ১ম সমাবর্তন
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী বৃহস্পতিবার
‘পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’
রেলক্রসিং-ফ্লাইওভারের কাছ থেকে সরানো হলো শতাধিক দোকান


বরিশালে করমেলায় ৮ কোটি ৯০ লাখ টাকা আদায়
সিলেটের করমেলায় আদায় ৪৫ কোটি ৭৮ লাখ টাকা 
পূবালী ব্যাংকের এটিএমে চুরির ঘটনায় ২ মামলা
ট্রলার-স্পিডবোট সংঘর্ষে আহত মাদারীপুর জেলা জজ
রংপুরে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা