php glass

কেয়ারির অবৈধ স্থাপনা উচ্ছেদে সিডিএর গড়িমসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেয়ারি খাঁন ভবনের সামনে নির্মিত অবৈধ স্থাপনা। ছবি: সোহেল সরওয়ার

walton

চট্টগ্রাম: আদেশের চিঠিতে আটকে আছে নগরের জামালখান কেয়ারি খাঁন ভবনের সামনে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। গত ২ ফেব্রুয়ারি আদেশ জারি হলেও এখনো এসব অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হয়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে গড়িমসি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর সঙ্গে সিডিএর কয়েকজন কর্মকর্তা জড়িত। তারা ভবন মালিকের কাছ থেকে সুবিধা নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে না।

তবে সিডিএর কর্মকর্তারা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার অভিযানের কারণে ভ্রাম্যমাণ আদালতের শিডিউল পাওয়া যাচ্ছে না। ফলে অথরাইজড বিভাগ অভিযানে যেতে পারছে না।

কেয়ারি খাঁন ভবনের চারপাশে রান্নার চুলা স্থাপন করা হয়েছে। ছবি: সোহেল সরওয়ারসরেজমিনে দেখা যায়, জামালখান সিড়ির গোড়া এলাকায় কেয়ারি খাঁন ভবনের সামনে গড়ে উঠেছে কয়েকটি দোকান। যেগুলো নকশা বহির্ভূত। এ ছাড়া ভবনের চারপাশে ছেড়ে দেওয়া খালি জায়গা রান্নার চুলা বসানো হয়েছে। নকশা অনুযায়ী এসব জায়গা খালি থাকার কথা।

গত বছর ৮ আগস্ট এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে সিডিএতে অভিযোগ দেয় কেয়ারি খাঁন ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এরপর সিডিএ ইমারত নির্মাণ কমিটির সভায় শুনানি শেষে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে আদেশ জারি হয়। সিডিএ অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামিম স্বাক্ষরিত আদেশে ১৫ দিনের মধ্যে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সিডিএ অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামিম বাংলানিউজকে বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল উদ্ধার অভিযানের কারণে এতদিন ভ্রাম্যমাণ আদালতের শিডিউল পাওয়া যায়নি।

‘তবে শিগগির অভিযান চালানো হবে। এর মধ্যে প্রথমেই জামালখান কেয়ারি খাঁন ভবনের সামনে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসইউ/টিসি

‘দেশে লবণের সংকট নেই, দাম বৃদ্ধির বিষয়টি গুজব’
সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা
নীলফামারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
করাগারে বাহুবল যুবলীগ সভাপতি
তিন বিলে রাষ্ট্রপতির সম্মতি


চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১
৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ বেকারিকে জরিমানা
বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি-বাংলার পয়েন্ট ভাগাভাগি