php glass

চট্টগ্রামে তাজিয়া মিছিলে ভক্তের ঢল

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাওলানা আমজাদের নেতৃত্বে সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়।

walton

চট্টগ্রাম: পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নগরের সদরঘাট ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে জুলুস সহকারে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ। মিছিলে অংশগ্রহণকারী ভক্তদের পরনে ছিল কালো পোশাক। মিছিলের সামনে ও পেছনে বিপুলসংখ্যক পুলিশ ছিলো। 

মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।

সদরঘাট থেকে বের হওয়া তাজিয়া মিছিলমাওলানা আজাদ বলেন, আশুরার শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। যত কঠিন বিপদই আসুক না কেন অসত্যের সঙ্গে আপস করা যাবে না।  

তিনি শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন এবং আশুরার কর্মসূচিতে সহায়তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।

খুলশী ওয়ারল্যাস এলাকা থেকে সুন্নিয়া তাজিল মিছিল শুরু হয়। ছবি: সোহেল সরওয়ারঅন্যদিকে দুপুরে খুলশী ওয়ারল্যাস এলাকা থেকে সুন্নিয়া তাজিল মিছিল নামে আরেকটি মিছিল শুরু হয়। সেখানেও ভক্তদের ঢল দেখা যায়। মিছিলে বিভিন্ন ধর্মীয় স্থাপনার প্রতিকৃতি ছিলো। 

খুলশী ওয়ারল্যাস এলাকা থেকে সুন্নিয়া তাজিল মিছিল শুরু হয়। ছবি: সোহেল সরওয়ারমিছিলটি নগরের নিউমার্কেট মোড় ঘুরে আবার খুলশী ওয়ারল্যাসে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
ksrm
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
পূজা উপলক্ষে লেমিস গাইলেন ‘বল দুর্গা মাইকি জয়’
বহিষ্কৃত হলেন আইএইচটির ৬ পরীক্ষার্থী
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডিজি বাবলু কুমার
শ্রেণীকক্ষে সিলিং ফ্যানের পাখা খুলে পড়ে ২ শিক্ষার্থী আহত


ভুল শুধরে বিমানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন এমডির
ইউজিসিতে আইইবি প্রতিনিধি দল
পৌনে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসই সূচক
বাংলাদেশে গান করতে আসছেন রানু মণ্ডল!
সংস্কার হবে চৈতন্যগলি কবরস্থানের জানাজা ভবন