php glass

ট্রেইলার চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্রেইলার চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

walton

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চরপাড়া এলাকা থেকে প্রাইম মুভারের ট্রেইলার চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৮ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলো- খোরশেদ আলম শাহীন (২৯), মো. রাকিব (২৩), মো. রাজু প্রকাশ মফিজ (২৫), মো. মাসুম (২৪) ও মো. শাহজাহান প্রকাশ সাজু (৩৩)। এদের মধ্যে খোরশেদ আলম শাহীন প্রাইম মুভারের ট্রেইলার চুরি হওয়া প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের গাড়িচালক বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলানিউজকে বলেন, দক্ষিণ পতেঙ্গা চরপাড়া এলাকা থেকে প্রাইম মুভারের ট্রেইলার চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে খোরশেদ আলম শাহীন প্রাইম মুভারের ট্রেইলার চুরি হওয়া প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের গাড়িচালক তাকে দক্ষিণ হালিশহর বারুনীঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চুরি হওয়া ট্রেইলারটি উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতার করা হয়।

গত ২৭ আগস্ট রাতে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চরপাড়া এলাকা থেকে প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের  প্রাইম মুভারের ট্রেইলার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর পতেঙ্গা থানায় এসে মামলা দায়ের করেন প্যাসিফিক লজিস্ট্রিক সার্ভিসের মালিক আবদুল কাদের।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসকে/টিসি

ksrm
বহিষ্কৃত হলেন আইএইচটির ৬ পরীক্ষার্থী
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ডিজি বাবলু কুমার
শ্রেণীকক্ষে সিলিং ফ্যানের পাখা খুলে পড়ে ২ শিক্ষার্থী আহত
ভুল শুধরে বিমানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন এমডির
ইউজিসিতে আইইবি প্রতিনিধি দল


পৌনে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসই সূচক
বাংলাদেশে গান করতে আসছেন রানু মণ্ডল!
সংস্কার হবে চৈতন্যগলি কবরস্থানের জানাজা ভবন
পচা-বাসি খাবার খাওয়াচ্ছে থিম ওমর প্লাজার ৩ রেস্তোরাঁ
শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে মিলে কাজ করতে হবে