php glass

সিএমপির উপ-কমিশনার পদে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিএমপি লোগো

walton

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) পদে রদবদল হয়েছে। উপ-কমিশনার হারুনুর রশিদ হাযারীকে সরিয়ে সেখানে পদায়ন করা হয়েছে উপ-কমিশনার আমির জাফরকে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে এ সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের দেওয়া এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে হারুনুর রশিদ হাযারীকে উপ-কমিশনার (পিওএম-উত্তর) পদে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার হারুনুর রশিদ হাযারীকে পিওএম-উত্তর পদে বদলি করা হয়েছে। উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে আমির জাফরকে পদায়ন করা হয়েছে।

আমির জাফর সম্প্রতি রাজশাহী মেট্রোপলিটন পু্লিশ থেকে বদলি হয়ে সিএমপিতে আসেন।

এদিকে দীর্ঘদিন খালি থাকা সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) পদে যোগদান করেছেন অতিরিক্ত ডিআইজি মোস্তাক আহমেদ খান। সম্প্রতি তিনি উপ-কমিশনার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: পুলিশ
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো অরক্ষিত
ফেরাউনের বাড়িতেই বেড়ে ওঠেন মুসা
অন্ধকার ময়মনসিংহে আসছে আলো
ডিমলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে আনন্দিত ৩৬ পরিবার
পিরোজপুরে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত আ’লীগ


৪৮ বছর ধরে উপেক্ষিত ধনবাড়ীর শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতার 
‘বিসমিল্লা’ দিয়ে শেষ হলো দুই বাংলার নাট্যমেলা
জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী হত্যা: শিল্পমন্ত্রী
বুয়েট কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা
শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন