php glass

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান

walton

চট্টগ্রাম: চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। উদ্যোক্তা হয়ে বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিলে সরকার এ ক্ষেত্রে তরুণদের সার্বিক সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউসে উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কিত সপ্তাহব্যাপী চলমান কার্যক্রম নিয়ে রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), প্রধানমন্ত্রীর কার্যালয়, চট্টগ্রাম বিভাগ এ রোড শো’র আয়োজন করে।

মো. আবদুল মান্নান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা এর মধ্যে অন্যতম।

তিনি বলেন, তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি করতে হবে। এসব কাজ করা গেলে তরুণরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। দেশে বিনিয়োগের পরিমাণ বাড়বে।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, বিডা’র চট্টগ্রাম বিভাগের মহাপরিচালক মো. ইয়াছিন, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিডা’র উপ সচিব সুমন চৌধুরীসহ তরুণ উদ্যোক্তারা অংশ নেন। 

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসন
সুবিধাজনক অবস্থানে রাজশাহী-খুলনা 
পাথরঘাটায় বিস্ফোরণে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক
সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
সিলেটে মার্কেট-মোবাইল টাওয়ারে অগ্নিকাণ্ড


হাবিবে মিল্লাতের সঙ্গে আইএফআরসির যুব চেয়ারম্যানের সাক্ষাৎ
দারুণ দিনে কোনালের কণ্ঠে রুনার গান
পেঁয়াজে নিম্নবিত্তের ভরসা টিসিবির ট্রাক সেলে 
খুলনায় চতুর্থ দিনে ৪ কোটি ২৯ লাখ টাকার কর আদায়
হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ জিতল যুবারা