চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির। ছবি: সোহেল সরওয়ার
চট্টগ্রাম: রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির বলেছেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গাদের কারণে মাথাপিছু ব্যয় বেড়েছে। দুই বছরে তাদের জন্য বাংলাদেশ সরকারকে ১২০ কোটি মার্কিন ডলার খরচ করতে হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বাংলানিউজ আয়োজিত ‘রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গাদের প্রভাব শিক্ষাক্ষেত্রেও পড়েছে জানিয়ে অধ্যাপক ড. নাসির বলেন, রোহিঙ্গাদের কারণে এবারের এইচএসসি পরীক্ষায় উখিয়া ও টেকনাফে সর্বনিম্ন ফলাফল করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ ফল সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের যে তৎপরতা, সেটি লোক দেখানো। কারণ তারা এখনও পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ে গিয়ে কোথায় রাখবে, তাদের নিরাপত্তা কীভাবে দেবে? এসব বিষয় পরিষ্কার করেনি। এক্ষেত্রে তাদের অবস্থান আরও পরিষ্কার হওয়া উচিৎ।
বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো অফিসে আয়োজিত বৈঠকটি সঞ্চালনা করেন ব্যুরো এডিটর তপন চক্রবর্তী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম ।
বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএ/