php glass

গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: উজ্জ্বল ধর

walton

চট্টগ্রাম: গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নগরের পাঁচলাইশ, চান্দগাঁওসহ কয়েকটি থানার আবাসিক গ্রাহক।

সোমবার (১ জুলাই) দুপুরে কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

গ্রাহকদের অভিযোগ, টাকা দেওয়ার চার বছর পার হলেও এখনও গ্যাস সংযোগ পাননি তারা। গ্যাস সংযোগ না পাওয়ায় তাদের রান্না-বান্না করতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। তাই তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কেজিডিসিএলের ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বাংলানিউজকে বলেন, চার বছর পার হলেও প্রায় ২৫ হাজার গ্রাহক এখনও গ্যাস সংযোগ পায়নি। কর্তৃপক্ষের উদাসীনতায় এমন ঘটনা ঘটছে। অথচ তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার বাংলানিউজকে বলেন, সরকার আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রাখতে বলেছে। তাই নতুন করে কোনো গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়:২১০৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৯

জেইউ/টিসি

লোকসানের বোঝা মাথায় নিয়ে আমন চাষ
‘সোনার চর’ ঘিরে হচ্ছে এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র
নির্ধারিত সময়েই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ
মেসিকে খুশি রাখতেই নেইমার ‘নাটক’!
'১১ দিনের বাচ্চা নিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরছি'


ফতুল্লায় অটো ও ব্যাটারির দোকানে অগ্নিকাণ্ড
ত্রিপুরায় ১৫ লাখ রুপির মাদক জব্দ
বেনাপোলে সাড়ে ১৭ লাখ ভারতীয় রুপিসহ আটক ১
নেতাজির ‘মৃত্যুদিন’ উল্লেখ করল পিআইবি, বিতর্ক ভারতজুড়ে
আরও ২৪ ঘণ্টা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে