php glass

অযত্ন-অবহেলায় বিবর্ণ ক্রিকেট ভাস্কর্য

সোহেল সরওয়ার, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভাস্কর্যের খেলোয়াড়ের মুখের ভেতর বাসা বেঁধেছে মাকড়সা।

walton

চট্টগ্রাম: অযত্ন-অবহেলায় ভেঙে যাচ্ছে নগরের নিমতলা মোড়ের ১১জন ক্রিকেটারের ভাস্কর্য। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে ভাস্কর্যগুলো এখন সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, বায়োস্কোপ নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এসব স্থাপনা নির্মাণ করে দিয়েছিল, যার অর্থায়ন করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

২০১৪ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভাস্কর্যের সংস্কার করা হয়েছিল। এরপর আর সেখানে পড়েনি কারো নজর।

 বিবর্ণ ক্রিকেট ভাস্কর্য|সরেজমিনে দেখা গেছে, ভাস্কর্যে চারজন ব্যাটসম্যান, চারজন বোলার, দু’জন ফিল্ডার ও একজন উইকেটকিপার রয়েছেন। ভাস্কর্যের খেলোয়াড়ের মুখের ভেতর বেঁধেছে মাকড়সার জাল।

 বিবর্ণ ক্রিকেট ভাস্কর্যহাতের গ্লাভস কোনোমতে টিকে থাকলেও ব্যাটটিই নেই ব্যাটসম্যানের হাতে। ভঙ্গুর অপর ব্যাটসম্যানের হাতটি পাটের রশি দিয়ে বেঁধে রক্ষার চেষ্টা। লাল-সবুজের জার্সির রং খসে পড়ছে, ধুলা জমতে জমতে বাংলাদেশের নামই মুছে যেতে চলেছে!

 বিবর্ণ ক্রিকেট ভাস্কর্যইংল্যান্ডে চলমান বিশ্বকাপে মাঠের লড়াইয়ে টাইগাররা লড়ছেন দাপটের সাথে, এমন সময়ে এ ভাস্কর্য দেখে ক্রিকেটপ্রেমীদের মনে জাগছে বেদনা।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এসএস/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন: চট্টগ্রাম
নয়নার হাত ধরে কলকাতা পাচ্ছে বাংলাদেশের স্বাদ
‘মোবাইল ছিনতাইয়ের জেরে’ রিফাত খুন!
রিইমাজিং নেটওয়ার্কিং ও ডেটা সেন্টারস সামিট অনুষ্ঠিত
বাংলাদেশি পাসপোর্টে বিদেশে রোহিঙ্গা পাচার
রিফাত হত্যা: রাব্বি আকনের স্বীকারোক্তি


জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি
ইঁদুরের উপদ্রবে বাঁধ ঝুঁকিতে!
টাঙ্গাইলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বাড়ি-ঘর
একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান
হুমায়ূন আহমেদের প্রয়াণ
ইতিহাসের এই দিনে

হুমায়ূন আহমেদের প্রয়াণ