পুলিশের হাতে গ্রেফতার আবির ও সাগর। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম: নগরের বাকলিয়া থেকে অপহৃত চালক মো. শফিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২০ জুন) বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অপহরণ চক্রের দুই সদস্য হলেন- মো. সাইফুজ্জামান প্রকাশ আবির (২০) এবং মো. সাগর (২০)। এর মধ্যে আবির নতুন ব্রিজ এলাকার আবদুস সত্তারের ছেলে এবং সাগর ভোলা জেলার দৌলতখান এলাকার মো. ইকবালের ছেলে।
আবির সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক এহতেসামুল হক ভোলার আপন ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৮ জুন) রাতে চালক মো. শফিককে অপহরণ করে অপহরণ চক্রের সদস্যরা। মুক্তিপণ না পেয়ে তাকে মারধরও করা হয়। বৃহস্পতিবার (২০ জুন) শফিককে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় পুলিশ উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রেফতার আবির ও সাগর নিজেদের দোষ স্বীকার করেছে। এর আগেও তারা নগরে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমআর/টিসি