php glass

পাহাড় কাটা মামলায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় পাহাড় কাটা মামলায় ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

সোমবার (১০ জুন) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন হয়।

আদালত সূত্র জানায়, অভিযুক্ত ৯ আসামি হলেন- মো. আরিফ মহিউদ্দিন, মো, বাবুল, মো. শাহজাহান, মো. মাহবুব আলম, অর্জুন সাহা, মো. মজিবুর রহমান, মো. শাহ আলম, মো. আবছার আলী ও মো. আজিজুল ইসলাম। চলতি মাসে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় অভিযুক্ত ব্যক্তিরা পাহাড় কেটে ঘর নির্মাণের চেষ্টা করে। এরপর ২৬ জুন বায়েজিদ থানার এএসআই নুর মোহাম্মদ শাহাদাত বাদী হয়ে হয়ে ৯ জনকে আসামি করে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা দায়ের করেন।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চলতি মাসেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসইউ/টিসি

সুয়ারেজ-কাভানিদের গোলে ইকুয়েডরকে বিধ্বস্ত করলো উরুগুয়ে
বাইরের কথায় নয়, নিজেদের পর্যবেক্ষণে জোর মাশরাফির
রোমানের হাত ধরে বিশ্ব আর্চারিতে প্রথম পদক বাংলাদেশের
প্রেমের টানে ঘর ছেড়ে পুলিশি হেফাজতে তরুণী
পঞ্চগড়ে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু


নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর হাতে যুবলীগ নেতা খুন
মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
আশুলিয়ায় চাঁদাবাজির সময় ভুয়া ডিবি আটক
প্যারাগুয়েকে রুখে দিল কাতার
ভুবনেশ্বরের ইনজুরি গুরুতর নয়