php glass

পাহাড় কাটা মামলায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় পাহাড় কাটা মামলায় ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

সোমবার (১০ জুন) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন হয়।

আদালত সূত্র জানায়, অভিযুক্ত ৯ আসামি হলেন- মো. আরিফ মহিউদ্দিন, মো, বাবুল, মো. শাহজাহান, মো. মাহবুব আলম, অর্জুন সাহা, মো. মজিবুর রহমান, মো. শাহ আলম, মো. আবছার আলী ও মো. আজিজুল ইসলাম। চলতি মাসে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় অভিযুক্ত ব্যক্তিরা পাহাড় কেটে ঘর নির্মাণের চেষ্টা করে। এরপর ২৬ জুন বায়েজিদ থানার এএসআই নুর মোহাম্মদ শাহাদাত বাদী হয়ে হয়ে ৯ জনকে আসামি করে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলা দায়ের করেন।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চলতি মাসেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসইউ/টিসি

শাহজাদপুরে সরকারি ও ভারতীয় ওষুধ উদ্ধার, আটক ১
মিলিকের হ্যাটট্রিকে শেষ ষোলোয় নাপোলি
চিত্রকর্মে বর্ণিল থানা প্রাঙ্গণ
গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় লিভারপুল
যুক্তরাষ্ট্রের কালো তালিকায় মিয়ানমার সেনাপ্রধানসহ চারজন


সিলেটে অস্ত্রসহ শহীদ ডাকাত গ্রেফতার
হবিগঞ্জ আ’লীগের সম্মেলনে ৭০০০ কর্মীর জন্য বিরিয়ানি
ক্রেতাদের বাজেট অনুযায়ী পোশাক তৈরি করছে ‘সারা’
মায়ের ওপর অভিমান, রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দু’জনের