php glass

তিন ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

চট্টগ্রাম: কোড না মানায় ইমারত নির্মাণ আইনের মামলায় তিন ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

সোমবার (১০ জুন) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন হয়।

আদালত সূত্র জানায়, অভিযুক্ত তিন আসামি হলেন- শওকত আলম, মো. আবদুল হাশেম ও কুলছুমা বেগম। চলতি মাসে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আদালত সূত্র আরও জানায়, কোড না মেনে কল্পলোক আবাসিকে ভবন নির্মাণের দায়ে ওই তিন ভবন মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে মামলা করে সিডিএর অথরাইজড বিভাগ। চলতি বছরের ৪ এপ্রিল পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদী তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন।

স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চলতি মাসেই এসব মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এর আগে ২৬ মে আবছার উদ্দিন নামে এক ভবন মালিককে কারাগারে পাঠান সিডিএ’র বিশেষ আদালত। কল্পলোক আবাসিক এলাকায় ইমারত আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের দায়ে ওই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে অথরাইজড বিভাগ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসইউ/টিসি

যাত্রাবাড়ীতে ফাস্টফুডের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ২
বন্যার ‘অজুহাতে’ ফের ঊর্ধ্বমুখি সবজি-মসলার বাজার
শিশুচোর সন্দেহে ২ যুবককে গণপিটুনি, একজনের মৃত্যু
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ আজ
কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত


‘আমার মেয়ে মিন্নির কিছু হলে আমি আত্মহত্যা করমু’
বাংলাদেশ ‘এ’ দলকে পাত্তা দিলো না আফগানিস্তান
বাড্ডায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু
কর্ণফুলীর ১৪ নম্বর ঘাট, ভয় নিয়ে যাত্রা
বরিশালে স্বর্ণের দোকানের ম্যান‌জারকে কুপিয়ে জখম