উদ্ধার হওয়া শুটার গান, গুলি ও রামদা। ছবি: বাংলানিউজ
চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে।
সোমবার (০৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ছোট কুমিরা ব্রিজের উপর এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এসকে/টিসি