php glass

দোকানের ফ্রিজে মিললো ১ সপ্তাহ আগের বেগুনি-জিলাপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোকানের ফ্রিজে মিললো ১ সপ্তাহ আগের বেগুনি-জিলাপি

walton

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভা এলাকায় ইফতার সামগ্রী বিক্রির কয়েকটি দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় জয় ফুড কর্নার নামে একটি ইফতার সামগ্রী বিক্রির দোকানের ফ্রিজ থেকে ১ সপ্তাহ আগের বাসি বেগুনি, পেয়াজু, জিলাপি, ছোলা এবং চপ জব্দ করা হয়।

বুধবার (২২ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে জয় ফুড কর্নারে গিয়ে দেখি, দোকানের ফ্রিজ ১ সপ্তাহ আগের বাসি বেগুনি, পেয়াজু, জিলাপি, ছোলা এবং চপে ভর্তি। দেকানিকে জিজ্ঞেস করতেই তিনি জানান, ‘ফেলে দেবো চিন্তা করেই ডিপ ফ্রিজে এসব রেখেছি!’ তেলে ভাজা বাসি খাবার দোকানের ফ্রিজে রাখায় জয় ফুড কর্নার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, অভিযানে নোংরা পরিবেশ, পোড়া তেল, বাসি জিলাপির রস, টক দইয়ের বাসি উপকরণ পাওয়ায় ভাই ভাই বেকারি নামে অন্য একটি ইফতার সামগ্রী বিক্রির দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পোড়া তেল, বাসি জিলাপির রস, টক দইয়ের বাসি উপকরণ নালায় ফেলে নষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমআর/টিসি

গৌরীপুরে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত
একাদশে ইন সাইফ-মোসাদ্দেক, আউট রুবেল-সাব্বির
শায়েস্তাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
শিগগিরই জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: মেয়র লিটন
সিকিউরিটি সুপারভাইজার নেবে ডিপিডিসি


নীলফামারীতে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন
ঋণখেলাপি নিয়ে ব্যাংকের নীতিমালায় আরো ২ মাস স্থিতাবস্থা
বাজেটে সংসদ সদস্যদের মতামত নেওয়া হয়নি: বাদশা
কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছরের মোমেনা
হাতীবান্ধায় দু’পক্ষের সংর্ঘষে আহত ১৮