শহীদ বেদিতে শ্রদ্ধা জানান চট্টগ্রামবাসী। ছবি: উজ্জ্বল ধর
চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধার্য্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় শ্লোগানে শ্লোগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
সকালে শহীদ বেদিতে শুরুতে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে একে একে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, পুলিশ সুপার নুরেআলম মিনাসহ প্রশাসনের কর্মকর্তারা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উত্তর জেলা আওয়ামী, সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নগর আওয়ামী লীগ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দুর্নীতি দমন কমিশন (দুদক), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জীবন বীমা করপোরেশন, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল ও মহানগর, এনজিও ফেডারেশন, শতায়ূ অংগনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে।
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসকে/টিসি